Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন রাত হয় -
(ক) ২১শে মার্চ
(খ) ২২শে ডিসেম্বর
(গ) ২৩শে সেপ্টেম্বর
(ঘ) ২১শে জুন
উত্তরঃ (ঘ) ২১শে জুন
প্রশ্নঃ কোন্ শিল্প সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে -
(ক) খাদ্য প্রক্রিয়াকরণ
(খ) পাট
(গ) তুলো ও টেক্সটাইল
(ঘ) লৌহ ও ইস্পাত
উত্তরঃ (গ) তুলো ও টেক্সটাইল
প্রশ্নঃ মানুষের মস্তিষ্কের ফাঁকা অংশকে কি বলে? -
(ক) হিমোসিল
(খ) নিউরোসিল
(গ) ভেন্ট্রিকল
(ঘ) অরিকল
উত্তরঃ (খ) নিউরোসিল
প্রশ্নঃ সংবিধানের কত নং ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? -
(ক) ৭৮
(খ) ৮০
(গ) ১৫৫
(ঘ) ২৮০
উত্তরঃ (ঘ) ২৮০
প্রশ্নঃ ভারতের যে প্রকার বনভূমি সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত তা হল -
(ক) উপ-ক্রান্তীয় শুল্ক চিরহরিৎ অরণ্য
(খ) ক্রান্তীয় শুল্ক পর্ণমোচী
(গ) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য
(ঘ) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী
উত্তরঃ (ঘ) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ