Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় -
(ক) ৫৪ বার
(খ) ৭২ বার
(গ) ১০২ বার
(ঘ) ১৫২ বার
উত্তরঃ (খ) ৭২ বার
প্রশ্নঃ বৈদ্যুতিক ইঞ্জিন তৈরী হয় -
(ক) কলকাতা
(খ) চিত্তরঞ্জন
(গ) ভোপাল
(ঘ) বারাণসী
উত্তরঃ (ঘ) বারাণসী
প্রশ্নঃ বংশগতির সূত্র কে আবিষ্কার করেছিলেন? -
(ক) কার্ল লিনেয়াস
(খ) গ্রেগর জোহান মেন্ডেল
(গ) চার্লস ডারউইন
(ঘ) ল্যামার্ক
উত্তরঃ (খ) গ্রেগর জোহান মেন্ডেল
প্রশ্নঃ "গুপ্তাব্দ" কে প্রচলন করেন? -
(ক) শ্রীগুপ্ত
(খ) সমুদ্র গুপ্ত
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
উত্তরঃ (ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ রামানুজম সংখ্যা বলা হয় নিম্নের কোন্টিকে? -
(ক) ২৫০০
(খ) ১৭২৯
(গ) ৯৯৯
(ঘ) ১৪৪
উত্তরঃ (খ) ১৭২৯
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ