Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ ব্যাক্তি পর পর দুবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচত হয়েছিলেন? -
(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(খ) ডঃ রাজেন্দ্র হোসেন
(গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
(ঘ) এ পি জে আবদুল কালাম
উত্তরঃ (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
প্রশ্নঃ National Cadet Corps (NCC) - এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? -
(ক) ব্যাঙ্গালোর
(খ) চেন্নাই
(গ) মুম্বাই
(ঘ) নিউ দিল্লি
উত্তরঃ (ঘ) নিউ দিল্লি
প্রশ্নঃ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? -
(ক) উলার হ্রদ
(খ) সম্বর হ্রদ
(গ) প্যাংগং হ্রদ
(ঘ) চিলকা হ্রদ
উত্তরঃ (খ) সম্বর হ্রদ
প্রশ্নঃ "বিলিভ" আত্মজীবনীটির রচয়িতা কে? -
(ক) ডেভিড বেকহ্যাম
(খ) মেরি কম
(গ) সুরেশ রায়না
(ঘ) কপিল দেব
উত্তরঃ (গ) সুরেশ রায়না
প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? -
(ক) ১৫৭৬ সালে
(খ) ১৫৭৭ সালে
(গ) ১৫৭৮ সালে
(ঘ) ১৫৭৯ সালে
উত্তরঃ (ক) ১৫৭৬ সালে
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ