LightBlog
Class 4 Health and Physical Education Model Activity Compilation / Class 4 Model Activity Task Part 8 Swastha o Sharirshiksha Marks 50 / Class 4 Health and Physical Education Annual Model Activity Task Part 8
Type Here to Get Search Results !

Class 4 Health and Physical Education Model Activity Compilation / Class 4 Model Activity Task Part 8 Swastha o Sharirshiksha Marks 50 / Class 4 Health and Physical Education Annual Model Activity Task Part 8

 স্বাস্থ্য ও শারীরশিক্ষা

চতুর্থ শ্রেণি

পূর্ণমান - ৪০


১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো।


(ক) সাহসিকতা

সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে

গেলে __________ আসবেই আসবে।

উত্তরঃ সাফল্য


(খ) ভক্তি-শ্রদ্ধা ও বিময়-নম্রতা

বিনয় ও নম্রতা শিশুকে _________করে তোলে।

উত্তরঃ মহান


(গ) উদ্যম ও পরিশ্রম 

উদ্যম ও __________সাফল্যের জননী।

উত্তরঃ পরিশ্রম


(ঘ) বিবেক

__________ ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান।

উত্তরঃ বিবেকবান


(ঙ) সৎঅসঙ্গ অভিলাষী

সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে __________ হয়।

উত্তরঃ সদমনোভাবাপন্ন


(চ) অনুসন্ধিৎসা 

অনুসন্ধিসার মানসিকতা সাফল্যের মূল __________।

উত্তরঃ চাবিকাঠি


(ছ) সাফল্যের ত্যাগ

ত্যাগেই __________ ত্যাগে আছে অনন্দ।

উত্তরঃ মহত্ব


(জ) শালীনতাবোধ

চরিত্রবান হতে হলে __________ রেখে কথা বলতে হয়।

উত্তরঃ ভদ্রতা


(ঝ) দৃঢ়তা

যে-কোনো কাজ করার _________নিয়ে

এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে।

উত্তরঃ দৃঢ়তা


(ঞ) ধৈর্য 

ধৈর্যশীলরা কোথাও কোনোদিন __________ হয় না।

উত্তরঃ পরাজিত


(ট) বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া 

মানুষের সঙ্গে __________ করে

চিন্তাশক্তি বাড়াতে শেখা।

উত্তরঃ মেলামেশা


(ঠ) আত্মবিশ্বাস

নিজকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ 

__________হওয়া যায়।

উত্তরঃ মানুষ



(ড) শিষ্টাচার

ভদ্রতা, __________ ও শিষ্টাচার দ্বারা

চরিত্র সংশোধন হয়।

উত্তরঃ নম্রতা


(ঢ) শৃঙ্খলাবোধ

চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই __________ হতে হবে।

উত্তরঃ শৃঙ্খলাপরায়ণ


(ণ) সহযোগিতা ও সমানুভূতি

সহযোগিতা ও সমানুভূতিসম্পন্ন 

__________ চরিত্রবান হবে।

উত্তরঃ শিশু


(ত) আত্মসংযম

__________ মনের মধ্যে একাগ্রতা আনে।

উত্তরঃ আত্মসংযম


[শব্দঝুড়িঃ সাফল্য, মহান, পরিশ্রম, বিবেকবান, সদমনোভাবাপন্ন, চাবিকাঠি, ভদ্রতা, দৃঢ়তা, পরাজিত, মেলামেশা, মানুষ, শিশু, মহত্ব, শৃঙ্খলাপরায়ণ, আত্মসংযম, নম্রতা।]


২। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো।


(ক) বন্যা

অত্যাধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, 

জলমগ্ন অবস্থা তাই _________ সে নয়।

উত্তরঃ নিরাপদ


(খ) বন্যা

অস্থায়ী এই অবস্থাকে _______ নামে ডাকি,

নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি।

উত্তরঃ বন্যা


(গ) বন্যা

বন্যা মানেই চারিদিকেতেই জলে একাকার,

উচঁ জায়গায় আশ্রয় নেয় কত _________।

উত্তরঃ পরিবার


(ঘ) বন্যা

গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে,

স্বেচ্ছাসেবক, ______ এগিয়ে তখন আসে।

উত্তরঃ সমাজসেবী


(ঙ) বন্যা

ত্রাণ শিবিরে মেলে খাবার, ______ খাদ্য, জল,

মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল।

উত্তরঃ শিশুর


(চ) বন্যা

ত্রাণ শিবিরে জানতে হবে তদের __________,

সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন।

উত্তরঃ প্রয়োজন


[শব্দঝুড়ি : নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর, প্রয়োজন]


৩। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো :


(ক) মেঘে __________ ঘর্ষণে যে শক্তি তৈরি হয়, বজ্র তাকেই বলে থাকি, জেনো তা নিশ্চয়।

(a) মেঘে

(b) পাহাড়ে

উত্তরঃ (a) মেঘে


(খ) সেই ব্রজই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, _________ যে তাকেই বলি, এতো সবাই জানে।

(a) বজ্রপাত

(b) বজ্রাঘাত

উত্তরঃ (a) বজ্রপাত


(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই _________ থেকো, বজ্রপাত যে বিপজ্জনক - এটুক মনে রেখো।

(a) বিপদে

(b) নিরাপদে

উত্তরঃ (b) নিরাপদে


(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, _________ আশ্রয়েতে বিপদ থাকে কম।

(a) আপদশূন্য

(b) গাছের তলায়

উত্তরঃ (a) আপদশূন্য


(ঙ) সুইচবোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা-জানলা __________ রাখো, থামুক বজ্রপাত।

(a) খোলা

(b) বন্ধ

উত্তরঃ (b) বন্ধ


(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে, ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ________ ফলে।

(a) ভূমিকম্পের

(b) ভূমিধসের

উত্তরঃ (a) ভূমিকম্পের


(ছ) ভূমিকম্প হলে পরে ভেঙে যায় __________ ধুলোয় লুটায় দরজা-জানলা, দেয়াল ও আলমারি।

(a) জলবায়ু

(b) ঘরবাড়ি

উত্তরঃ (b) ঘরবাড়ি


(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড়ো ক্ষতি, মানুষ মরে, পশু মরে, কত যে __________!

(a) দুর্গতি

(b) বিপর্যয়

উত্তরঃ (a) দুর্গতি


৪। নীচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।

(ক)


উত্তরঃ অর্ধচন্দ্রাসন

(খ)


উত্তরঃ উৎকটাসন


৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

(ক) বন্যা কাকে বলে?

উত্তরঃ বর্ষায় নদীর জল অতিরিক্ত প্রবাহের ফলে সমতল ভূমি ডুবে যাওয়াকে বন্যা বলে। বন্যায় নদীর দুই কুল প্লাবিত হয়ে চারিদিক জলে জলাময় হয়ে যায়। 


(খ) বন্যার সময় কী কী করা উচিত নয়?

উত্তরঃ

i) যতটা পারা যায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জিনিসপত্র কে উঁচু স্থানে যেখানে বন্যার জল পৌঁছাতে পারবে না এমন স্থানে সুরক্ষিত করে রাখতে হবে।

(ii) এই অবস্থায় শিশু বৃদ্ধ ওম সমস্ত মানবজাতির মনে সাহস যোগাতে হবে ভয় দেখানো উচিত নয়।

(iii) এই অবস্থায় সর্বপ্রথম বৃদ্ধ মহিলা গর্ভবতীদের সুরক্ষা জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

(iv) বন্যার জলে ভেসে যাওয়া গরিব মানুষদের মূল্যবান জিনিসপত্র ও তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেওয়া উচিত নয়।

(v) এই অবস্থায় বন্যার জলমগ্ন মানুষজনের পাশে ত্রাণ জল ও বস্ত্র পরিধান দিয়ে, যতসম্ভব পারা যায় তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close