Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "স্বদেশ বান্ধব সমিতি" কে প্রতিষ্ঠা করেন? -
(ক) অশ্বিনী কুমার দত্ত
(খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(গ) স্বামী দয়ানদন্দ সরস্বতী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) অশ্বিনী কুমার দত্ত
প্রশ্নঃ ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন্ যুগকে? -
(ক) পালযুগকে
(খ) গুপ্তযুগকে
(গ) সেনযুগকে
(ঘ) মুঘোলযুগকে
উত্তরঃ (খ) গুপ্তযুগকে
প্রশ্নঃ তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? -
(ক) ১৯৩১ সালে
(খ) ১৯৩২ সালে
(গ) ১৯৩৩ সালে
(ঘ) ১৯৩৪ সালে
উত্তরঃ (খ) ১৯৩২ সালে
প্রশ্নঃ গান্ধী-আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? -
(ক) ১৯৩২ সালে
(খ) ১৯৩১ সালে
(গ) ১৯৩০ সালে
(ঘ) ১৯২৯ সালে
উত্তরঃ (খ) ১৯৩১ সালে
প্রশ্নঃ প্যাংগং হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) রাজস্থান
(খ) লাদাখ
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) জম্মু-কাশ্মীর
উত্তরঃ (খ) লাদাখ
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ