ছত্তিসগড়ের খনিজ সম্পদের সম্পর্কে লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন


৫০। ছত্তিসগড়ের খনিজ সম্পদের সম্পর্কে লেখ +

 উত্তরঃ ছত্তিসগড় একটি মালভূমি অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে বিভিন্ন শিল্পের সমাবেশ ঘটেছে তার মধ্যে খনিজ সম্পদ বিশেষ উল্লেখযোগ্য নিম্নে ছত্তিসগড়ের খনিজ সম্পদ সম্পর্কে অলোচনা করা হল-

কয়লাঃ এখানে নিম্ন মানের কয়লা পাওয়া  যায়, সাধারণত কোরবা খনি থেকে সব থেকে বেশি কয়লা পাওয়া যায়

চুনাপাথরঃ কুদ্দাপা ও বিলাস পুরের নন্দিনি খনি চুনাপাথরের জন্য উল্লেখযোগ্য

লৌহ আকরিকঃ তোতাপানি, ঝিলিমিলি, রামপুর, লক্ষণ পুর লৌহ আকরিকের জন্য বিশেষ উল্লেখযোগ্য

ম্যাঙ্গানিজঃ ছত্তিসগড়ের বিলাস পুরে সব থেকে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায়

ডলোমাইটঃ রায়পুর, বিলাস পুর, পারসদা প্রভৃতি জায়গা ডলোমাইটের জন্য বিখ্যাত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন