LightBlog
পশ্চিম ভারতে পেট্রো -রসায়ন শিল্পের উন্নতির কারন লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

পশ্চিম ভারতে পেট্রো -রসায়ন শিল্পের উন্নতির কারন লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


শিল্প

৪১। পশ্চিম ভারতে পেট্রো -রসায়ন শিল্পের উন্নতির কারন লেখ(২০১৫) +

উত্তরঃ ভারত পেট্রো-রসায়ন শিল্পে যথেষ্ট উন্নত ভারতে পেট্রো-রসায়ন শিল্পে পশ্চিম ভারত অর্থাৎ গুজরাট ও মহারাষ্ট্র পেট্রো-রসায়ন শিল্প উন্নত গুজরাটের মধ্যে নল ধারি, ভা দো দরা, জাম নগর এই শিল্পে উন্নত অপরদিকে মহারাষ্ট্রের মধ্যে থানে ও ট্রম্বে বিশেষ উল্লেখযোগ্য পশ্চিম ভারতের পেট্রো-রসায়নে উন্নতির কারন-

. কাঁচামালঃ মিথেন, ইথিলিন প্রভৃতি হল পেট্রো-রসায়ন শিল্পের কাঁচামাল, যেগুলি জামনগর, ভাদোদরা প্রভৃতি অঞ্চল থেকে এগুলি পাওয়া যায়

. বন্দরের সুবিধাঃ পশ্চিম ভারতের বিভিন্ন বন্দর যেমন- সুরাট, জামনগর প্রভৃতি বন্দরের মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্য আমদানি ও উৎপাদিত দ্রব্য রপ্তানি করা হয়



. সুলভ শ্রমিকঃ গুজরাট ও মহারাষ্ট্র ঘন জনবসতি হওয়ায় এখানে সুলভে দক্ষ শ্রমিক পেতে কোনো অসুবিধা হয় না

. চাহিদা ও বাজারঃ এই শিল্পের ব্যাবহার কোনোদিন ও কমবে না এবং বর্তমানেও এর বাজারে বিপুল চাহিদা, যার জন্য পশ্চিম ভারতে এই শিল্পের উন্নতি ঘটেছে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close