একাদশ শ্রেণি বাংলা সাজেশন ২০২২
কবিতাঃ- বাড়ীর কাছে আরশিনগর
প্রশ্নঃ- কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা কর।
উত্তরঃ-
বাউল শিরোমণি লালন ফকির রচিত "বাড়ীর কাছে আরশিনগর" গানটির মাধ্যমে
অন্যান্য বাউলের মতই ঈশ্বরের খোঁজে সাধন-পূজন,তীর্থদর্শন
না করে নিজের ভিতরে অন্বেষণের কথা বলেছেন।উক্ত কবিতায় উল্লিখিত সেই পড়শিই হল
প্রকৃতপক্ষে লালন ফকিরের মনের মানুষ; তথা পরম পুরুষ, সর্বশক্তিমান, নিরাকার, পরমব্রহ্ম ঈশ্বর। দেহের
ভিতরেই আত্মার আবাসস্থান।
শাস্ত্রে
বলে- "আত্মানাং বিদ্ধি",অর্থাৎ
নিজেকে জানো।জীবন দর্শনে অভিজ্ঞ লালন কবি তার মানের মানুষ তথা অচিন পাখির সন্ধান
করেছেন।তিনি আর কে নন,তার পড়শি মনের
মানুষ।এই মনের মানুষই হল ঈশ্বর যা আসলে মানুষের শুদ্ধ আত্মা।
তবে তাকে
পাওয়া মোটেই উপর সহজসাধ্য ব্যাপার নয়। আরশিনগরের পড়শিকে জানতে হলে আগে তাই নিজেকে
জানা আবশ্যক।কিন্তু তার সাথে মিলনের পথে বাঁধা হয়ে দাঁড়ায় আমাদের পার্থিব কামনা
বাসনা।আপন শরীরে অবস্থান হেতু সেই পড়শি হাত, পা,
মাথা বিহীন; তার কোন পৃথক অস্তিত্বই নেই।তাঁর সান্নিধ্য লাভ আমাদের সব পার্থিব যাতনার
অবসান ঘটাতে পারে,কিন্তু বাধা আছে
বিস্তর।তাই তো উভয়ের মধ্যে
পার্থক্যকে "লক্ষ যোজন ফাঁক" বলে
উল্লেখ করেছেন।
Class 11 Bengali Full Suggestion 2022 | See More… |
Class All Suggestion 2022 PDF | See More… |
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ