Higher Secondary Geography Suggestion 2023
জনসংখ্যা ও জনবসতি
৪৪। কার্যাবলী অনুসারে পৌর জনবসতির শ্রেণিবিভাগ কর। (২০১৮, ২০১৫) +৪
উত্তরঃ যে অঞ্চলের জন বসতি
৫০০০ জনের বেশি ও মোট কর্মরত মানুষের মধ্যে অন্তত ৭৫% মানুষ কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজে নিযুক্ত থাকবে, তখন
সেই জন বসতিকে পৌর জনবসতি বলে।
কার্যাবলী অনুসারে পৌর জনবসতিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন-
১.
প্রশাসনিক শহরঃ ভারতের মধ্যে প্রশাসনিক
শহর হল চণ্ডীগড়, দিল্লি।
২.
সংস্কৃতিক শহরঃ যেমন শান্তিনিকেতন
শিক্ষা শহর তথা সংস্কৃতিক শহর।
৩.
প্রতিরক্ষা
শহরঃ ভারতের
একটি প্রতিরক্ষা শহর হল পাঁচমাড়ি।
৪.
ধর্মীয় শহরঃ হরিদ্বার যেমন একটি
ধর্মীয় শহর।
৫.
পর্যটন কেন্দ্রিক শহরঃ দার্জিলিং, সিকিম প্রভৃতি এগুলি হল পর্যটন শহর।
৬. উৎপাদন শহরঃ যেমন জামসেদ পুর ইস্পাত তৈরি শিল্পের জন্য বিখ্যাত।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ