Higher Secondary Geography Suggestion 2023
ভূমিরূপ
১। যান্ত্রিক আবোহবিকার কাকে বলে এবং এর বিভিন্ন প্রক্রিয়া গুলি আলোচনা করো।
বা
যান্ত্রিক আবহ বিকার এর ফলে গঠিত ভূমি রূপগুলির বীবারণ দাও।+৫
উত্তরঃ- বিভিন্ন
প্রাকৃতিক ও জৈবিক কারণ এ যদি শিলা চূর্ণ – বিচূর্ণ হয়ে যায় বা
এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানাণত্বরিত হয় তবে তাকে যান্ত্রিক আবহ বিকার বলে।
যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতি গুলী হলঃ
প্রস্তরচায় খোণ্ডীকোড়োণঃ দিনের বেলায় প্রচণ্ড
তাপে শিলার উপরি স্তর প্রসারিত হয়, কিন্তু রাত এর বেলায় ঠাণ্ডাই
সঙ্কুচিত হয়। কিন্তু শিলার
নিম্ন স্তরের কোণো পরি বর্তন হয় না। এই ভাবে
দীর্ঘ দিন চলার পর , শিলার নিম্ন ও উপরি স্তরের মাঝ বরা বর ফাটল
দেখা যায়। একে প্রস্তর চায় খোণ্ডীকোড়োণ বোলে।
ক্ষুদ্র কণা বিসরণঃ শিলা বিভিন্ন খনিজ এর দ্বারা গঠিত হওয়াই উষ্ণতার বৃদ্ধি
ও হ্রাসের ফলে, শিলায় প্রবল চাপের সৃষ্টি হয়। এর ফলে শিলা এক সময় ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে
বিভক্ত হয়ে যায়। একে ক্ষুদ্র
কণা বিসরণ বলে।
শল্ক মোচনঃ শিলা দিনের বেলায়
তাপে প্রসারিত ও রাতের বেলায় সঙ্কুচিত হয়। এই ভাবে
দীর্ঘ দিন চলার ফলে শিলার উপরি স্তর পিঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে
যায়, একেই শল্ক মোচন বলে।