Higher Secondary Philosophy Suggestion 2023
নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরন সহকারে সংক্ষিপ্ত টীকা লেখোঃ-
(উ) অবৈধ সাধ্য দোষ
উত্তরঃ
(উ) অবৈধ সাধ্য দোষঃ
নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সূত্র অনুযায়ী যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য তাকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এই সূত্র অনুসারে সিদ্ধান্তের সাধ্য পদটি ব্যাপ্য হলেও সেটি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হলে সে ক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ ঘটে। যথা -
প্রধান আশ্রয়বাক্যঃ সকল অজ্ঞ মানুষ হয় কুসংস্কারাচ্ছন্ন। (A)
অপ্রধান আশ্রয়বাক্যঃ সে নয় অজ্ঞ। (E)
বৈধতাঃ অবৈধ
দোষঃ অবৈধ সাধ্য দোষ
ব্যাখ্যাঃ আলোচ্য অনুমানটি একটি অমিশ্র নিরপেক্ষ ন্যায় অনুমান। এখানে ন্যায় বৈধতার চতুর্থ সূত্রটি লংঘন করা হয়েছে। ন্যায় বৈধতার চতুর্থ সূত্র অনুযায়ী যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য তাকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। কিন্তু এখানে সিদ্ধান্তে সাধ্য পদটি (কুসংস্কারচ্ছন্ন) ব্যাপ্য হলেও সেটি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি। কাজেই অনুমতি অবৈধ সাধ্য দোষে দুষ্ট এবং অবৈধ।