gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ অ্যামিটার দ্বারা কি পরিমাপ করা হয়? -
(ক) তড়িৎ বল
(খ) তড়িৎ প্রবাহমাত্রা
(গ) পরিনাহীর রোধ
(ঘ) ভোল্ট
উত্তরঃ (খ) তড়িৎ প্রবাহমাত্রা
প্রশ্নঃ ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারি রাজ্য কোন্টি? -
(ক) ওয়েস্ট বেঙ্গল
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তামিলনাড়ু
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (খ) অন্ধ্রপ্রদেশ
প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ -
(ক) মঙ্গল পান্ডে
(খ) বীর সাভারকর
(গ) তাঁতিয়া তোপী
(ঘ) নানা সাহেব
উত্তরঃ (ক) মঙ্গল পান্ডে
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? -
(ক) জলপাইগুড়ি
(খ) শিলিগুড়ি
(গ) কোচবিহার
(ঘ) আলিপুরদুয়ার
উত্তরঃ (খ) শিলিগুড়ি
প্রশ্নঃ ভারতের ম্যাঞ্চেষ্টার বলা হয় কোন্ শহরকে? -
(ক) কলকাতা
(খ) পাটনা
(গ) আমেদাবাদ
(ঘ) দিল্লি
উত্তরঃ (গ) আমেদাবাদ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ