বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
বাংলা
দশম শ্রেণি
এইখানে একটা কথা বলে রাখি। অক্ষরে অক্ষরে মিলন ঘটিয়ে, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি করে, মাত্রা কমাতে মজা লাগে, বলাই বাহুল্য। কিন্তু মজা লাগে বলেই যে প্রতি পদে এইভাবে মিলন ঘটাতে হবে, তা কিন্তু ঠিক নয়। এ-সব সেয়ানা কৌশল বার-বার খাটালে এর চমকটাই আর থাকে না, পাঠকও বিরক্ত বোধ করেন। আর তা ছাড়া, কবিতার মধ্যে এই ধরনের মিলনের বাড়াবাড়ি ঘটলে ছন্দ-অনুসরণেও তাঁর অসুবিধে ঘটে। লক্ষ রাখতে হবে, কবিতার ছন্দের মধ্যে পাঠক যেন বেশ স্বচ্ছন্দে ঢুকতে পারেন; তারপর ভিতরে ঢুকে যখন কিনা তাঁর ভালই লাগবে।
আর-একটা কথা এই যে, লাইনের যে-কোনও জায়গায় কিন্তু এইভাবে অক্ষরে-অক্ষরে মিলন ঘটানো সম্ভবও নয়। অক্ষরবৃত্তের যে একটা চার-মাত্রার ছোটো চাল আছে, সেই চালের পর্বেই মধ্যেই মিলনটাকে ঘটিয়ে দেওয়া ভালো। মিলন ঘটাতে গিয়ে যদি পর্বের বেড়া ডিঙিয়ে যাই, তাতে বিপদ ঘটতে পারে। ঘটেও।
এবারে একটা জরুরি কথা বলি। কবিতা লিখতে গিয়ে লক্ষ রাখতে হবে, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, এ দুয়ের মধ্যে যে ঠিকঠাক সমন্বয় ঘটে। অর্থাৎ ছন্দের চাল ঠিক রেখে কবিতা পড়তে গিয়ে যেন দেখতে না পাই যে, ছন্দের খাতিরে শব্দের শরীরকে এমন-এমন জায়গায় ভাঙতে হচ্ছে, যেখানে তাদের ভাঙা যায় না। আবার শব্দের সঠিক উচ্চারণের খাতিরে ছন্দের চাল যেন বেঠিক জায়গায় না ভাঙে। বেঠিক জায়গায় চাল ভাঙলে ছন্দের নাভিশ্বাস উঠবে। এই বিভ্রাট যদি এড়াতে হয় তা হলে ছন্দের চাল আর শব্দের উচ্চারণ, এই দুইয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা চাই।
26. কবিদের 'যোজনা কৌশল' হল
A) অন্ত্যমিল সৃষ্টি
B) যুক্তাক্ষরের মায়া সৃষ্টি
C) উপমা ব্যবহার
D) আগন্তুক শব্দের ব্যবহার
উত্তরঃ B) যুক্তাক্ষরের মায়া সৃষ্টি
27. কবিকে লক্ষ রাখতে হবে পাঠকরা যেন
A) ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে
B) কবিতার অর্থ বুঝতে পারে
C) কবিতাকে পাঠযোগ্য মনে করে
D) কবিতার অলংকারগুলো বুঝতে পারে
উত্তরঃ A) ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে
28. কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি
A) শব্দ আর অন্ত্যমিল
B) অক্ষরে অক্ষরে মিলন
C) শব্দের উচ্চারণ আর ছন্দের চাল
D) কল্পনা আর জীবন
উত্তরঃ C) শব্দের উচ্চারণ আর ছন্দের চাল
29. 'সৃষ্টি' শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে
A) সৃষ্
B) সৃজ্
C) সৃস্
D) সৃ
উত্তরঃ B) সৃজ্
30. 'উচ্চারণ' শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়
A) সমীভবন
B) বিষমীভবন
C) স্বরসঙ্গতি
D) ব্যঞ্জনাগম
উত্তরঃ A) সমীভবন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ