নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।
31. স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে
A) ৫ লক্ষ টাকা
B) ৭ লক্ষ টাকা
C) ১০ লক্ষ টাকা
D) ১৫ লক্ষ টাকা
উত্তরঃ C) ১০ লক্ষ টাকা
32. স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ আবেদনের সর্বোচ্চ বয়সসীমা
A) ১৮ বছর
B) ২০ বছর
C) ৩৭ বছর
D) ৪০ বছর
উত্তরঃ D) ৪০ বছর
33. স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ আয় হতে হবে
A) দু'লক্ষ টাকা
B) পাঁচ লক্ষ টাকা
C) দশ লক্ষ টাকা
D) কোনো সর্বোচ্চ সীমা নেই
উত্তরঃ D) কোনো সর্বোচ্চ সীমা নেই
34. নীচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পাওয়া যায় না
A) সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক
B) গ্রাম পঞ্চায়েত
C) রাষ্ট্রায়ত্ত ব্যাংক
D) বেসরকারি ব্যাংক
উত্তরঃ B) গ্রাম পঞ্চায়েত
35. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল
A) ৫ বছর
B) ১০ বছর
C) ১৫ বছর
D) ২০ বছর
উত্তরঃ C) ১৫ বছর
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ