gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ চারমিনার কোন্ শহরে অবস্থিত? -
(ক) বিজাপুর
(খ) বেঙ্গালুরু
(গ) সেকেন্দ্রাবাদ
(ঘ) হায়দ্রাবাদ
উত্তরঃ (ঘ) হায়দ্রাবাদ
প্রশ্নঃ ৫০০ টাকার নোটে কার স্বাক্ষর থাকে? -
(ক) রিজার্ভ ব্যাংকের গভর্নর
(খ) প্রধানমন্ত্রীর
(গ) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
(ঘ) রাষ্ট্রপতির
উত্তরঃ (ক) রিজার্ভ ব্যাংকের গভর্নর
প্রশ্নঃ কেরালার উপকূলকে কি বলা হয়? -
(ক) মেরিনা বিচ
(খ) করমন্ডল উপকূল
(গ) মালবার উপকূল
(ঘ) কোঙ্কন উপকূল
উত্তরঃ (গ) মালবার উপকূল
প্রশ্নঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী? -
(ক) নীল উপাধ্যায়
(খ) টেকচাঁদ ঠাকুর
(গ) মৌমাছি
(ঘ) হুতোম পেঁচা
উত্তরঃ (ক) নীল উপাধ্যায়
প্রশ্নঃ প্রথম অস্কার জয়ী ভারতীয় কে? -
(ক) মতিলাল
(খ) দাদাসাহেব ফালকে
(গ) ভানু আথাইয়া
(ঘ) সত্যজিৎ রায়
উত্তরঃ (গ) ভানু আথাইয়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ