LightBlog
Class 10 Model Activity Task Combined MCQ Adaptation Package Physical Science Part 2
Type Here to Get Search Results !

Class 10 Model Activity Task Combined MCQ Adaptation Package Physical Science Part 2

 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

ভৌতবিজ্ঞান

দশম শ্রেণি


৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো -

(ক) Wm-1K

(খ) WmK-1

(গ) Wm-1K-1

(ঘ) WmK

উত্তরঃ (গ) Wm-1K-1


৮. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের -

(ক) তিনগুণ হবে

(খ) নয়গুণ হবে

(গ) ছয়গুণ হবে

(ঘ) বারোগুণ হবে

উত্তরঃ (খ) নয়গুণ হবে


৯. 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল তুল্য রোধের মান হলো -

(ক) 16 ওহম

(খ) 8 ওহম

(গ) 3 ওহম

(ঘ) 2 ওহম

উত্তরঃ (গ) 3 ওহম


১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে -

(ক) ইলেকট্রন

(খ) শুধু ক্যাটায়ন

(গ) শুধু অ্যানায়ন

(ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই

উত্তরঃ (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই


১১. কোন্‌ আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই?

(ক) NaCl

(খ) NaH

(গ) LiH

(ঘ) LiCl

উত্তরঃ (গ) LiH


১২. গ্যাস ধ্রুবকের SI একক হলো -

(ক) J mol K

(খ) J mol-1 K

(গ) J mol K-1

(ঘ) J mol-1 K-1

উত্তরঃ (ঘ) J mol-1 K-1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close