gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয়? -
(ক) নানা ফড়ণবিশ
(খ) দ্বিতীয় বালাজি
(গ) প্রথম বালাজি বাজীরাও
(ঘ) নানাসাহেব
উত্তরঃ (ক) নানা ফড়ণবিশ
প্রশ্নঃ রাজস্থান অবস্থান করে -
(ক) দক্ষিণ ভারত
(খ) পূর্ব ভারত
(গ) পশ্চিম ভারত
(ঘ) উত্তর ভারত
উত্তরঃ (গ) পশ্চিম ভারত
প্রশ্নঃ সংসদের কোন্ কক্ষটিকে প্রবীণদের কক্ষ বলা হয়? -
(ক) বিধানসভা
(খ) রাজ্যসভা
(গ) লোকসভা
(ঘ) গ্রামসভা
উত্তরঃ (খ) রাজ্যসভা
প্রশ্নঃ রাজ্য সভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? -
(ক) ৫ বছর
(খ) ৬ বছর
(গ) ৭ বছর
(ঘ) ৮ বছর
উত্তরঃ (খ) ৬ বছর
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? -
(ক) গিরগিটি
(খ) পায়য়া
(গ) কুকুর
(ঘ) গরু
উত্তরঃ (ঘ) গরু
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ