বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ভৌতবিজ্ঞান
দশম শ্রেণি
১৩. উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহীর রোধাঙ্ক -
(ক) বেড়ে যায়
(খ) কমে যায়
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) প্রথমে বাড়ে তারপরে কমে যায়
উত্তরঃ (খ) কমে যায়
১৪. ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে -
(ক) তর্জনী প্রবাহে দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(গ) মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(ঘ) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যময়া চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
উত্তরঃ (খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো -
(ক) কোনো পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক
(খ) কোনো পর্যায়ে নোবল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক
(গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণধর্ম সর্বাধিক
(ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়
উত্তরঃ (গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণধর্ম সর্বাধিক
১৬. 24 g কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP-তে তার আয়তন হবে -
(ক) 2.24 L
(খ) 22.4 L
(গ) 33.6 L
(ঘ) 44.8 L
উত্তরঃ (ঘ) 44.8 L
১৭. CH3CH(OH)CH3 যৌগটির IUPAC নাম হলো -
(ক) Propan-1-ol
(খ) Propan-2-ol
(গ) Propanone
(ঘ) Propanoic acid
উত্তরঃ (খ) Propan-2-ol
১৮. যে যৌগটি ব্রোমিন-কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণের বর্ণহীন করে না তা হলো -
(ক) C2K6
(খ) C2H4
(গ) C2H2
(ঘ) C3H6
উত্তরঃ (ক) C2K6
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ