gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কবে স্থাপিত হয়? -
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৫৫ সালে
(গ) ১৯৬২ সালে
(ঘ) ১৯৬৭ সালে
উত্তরঃ (খ) ১৯৫৫ সালে
প্রশ্নঃ সাধারণ লবন হিসেবে পরিচিত? -
(ক) সোডিয়াম ক্রিস্টাল
(খ) সোডিয়াম কার্বনেট
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) সোডিয়াম হাইড্রোক্সাইড
উত্তরঃ (গ) সোডিয়াম ক্লোরাইড
প্রশ্নঃ নীচের কোন্ শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত? -
(ক) ব্যাঙ্গালুরু
(খ) বিজয়ওয়াড়া
(গ) বিশাখাপত্তনম
(ঘ) হায়দ্রাবাদ
উত্তরঃ (খ) বিজয়ওয়াড়া
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোটো পাখির নাম কি? -
(ক) হামিংবার্ড
(খ) লেসকিন
(গ) টাইনিবার্ড
(ঘ) হামিংহ্যাড
উত্তরঃ (ক) হামিংবার্ড
প্রশ্নঃ ভারতের ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিল? -
(ক) এ ভি আলেকজান্ডার
(খ) স্যার পেথিক লরেন্স
(গ) স্টাফোর্ড ক্রিপস
(ঘ) এদের কেউ নয়
উত্তরঃ (গ) স্টাফোর্ড ক্রিপস
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ