বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
জীবনবিজ্ঞান
দশম শ্রেণি
১৩. অভিব্যক্তির সঙ্গে সম্পর্তিক কোন্ বক্তব্যটি সঠিক নয়? -
(ক) সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তির সাক্ষা বহন করে।
(খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ।
(গ) মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ।
(ঘ) সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে।
উত্তরঃ (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ।
১৪. ডিম্বাশয় : ফল : : _____________ : বীজ
দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে নীচের কোন্ শব্দটি বসবে?
(ক) দলমন্ডল
(খ) পরাগধানী
(গ) ডিম্বক
(ঘ) বৃতি
উত্তরঃ (গ) ডিম্বক
১৫. উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো -
(ক) আলোক অনুকূলবর্তী চলন
(খ) অভিকর্ষ অনুকূলবর্তী চলন
(গ) আলোক প্রতিকূলবর্তী চলন
(ঘ) জল অনুকূলবর্তী চলন
উত্তরঃ (ক) আলোক অনুকূলবর্তী চলন
১৬. 'ক' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও।
ক স্তম্ভ |
খ স্তম্ভ |
A. কণীনিকা |
(i)
বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে |
B.
কর্নিয়া |
(ii)
চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে |
C.
রেটিনা |
(iii)
চোখের উপযোজনে সাহায্য করে |
D.
সিলিয়ারি পেশি |
(iv) প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে |
(খ) A-(i), B-(iii), C-(iv), D-(ii)(ক) A-(iv), B-(ii), C-(i), D-(iii)
(গ) A-(iii), B-(iv), C-(ii), D-(i)
(ঘ) A-(ii), B-(iv), C-(i), D-(iii)
উত্তরঃ (ঘ) A-(ii), B-(iv), C-(i), D-(iii)
১৭. মানব হৃৎপিন্ডের উপস্থিতি 'স্বাভাবিক পেসমেকার' - টি হলো -
(ক) AV নোড
(খ) SA নোড
(গ) পারকিনজি তন্তু
(ঘ) হিজেল বান্ডিল
উত্তরঃ (খ) SA নোড
১৮. নীচের বক্তব্যগুলি পড়ো।
(i) প্রাত্যহিক জীবনে প্রয়োজনের অতিরক্ত জল ব্যবহার না করা।
(ii) বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা রূপায়ণ করা।
(iii) অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল ব্যবহার করা।
(iv) বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা।
এদের মধ্যে কোন্গুলি জল সংরক্ষণে সাহায্য করে?
(ক) (i), (iii) ও (iv)
(খ) (i), (ii) ও (iii)
(গ) (ii), (iii) ও (iv)
(ঘ) (i), (ii) ও (iv)
উত্তরঃ (ঘ) (i), (ii) ও (iv)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ