gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal
প্রশ্নঃ ভারতের কোথায় জাফরান চাষ হয়? -
(ক) উত্তরপ্রদেশ
(খ) ঝাড়খণ্ড
(গ) আসাম
(ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ (ঘ) জম্মু ও কাশ্মীর
প্রশ্নঃ কয়লা উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান কততম? -
(ক) চতুর্থত
(খ) তৃতীয়ত
(গ) দ্বিতীয়ত
(ঘ) প্রথমত
উত্তরঃ (গ) দ্বিতীয়ত
প্রশ্নঃ কালিরাঙা জাতীয় উদ্যান কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) সিকিম
(গ) আসাম
(ঘ) উড়িষ্যা
উত্তরঃ (গ) আসাম
প্রশ্নঃ যোগ জলপ্রপাত ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) কেরালা
(খ) তামিলনাড়ু
(গ) কর্ণাটক
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (গ) কর্ণাটক
প্রশ্নঃ "তাল" মানে কী?
(ক) শিখর
(খ) হ্রদ
(গ) অনুপ্রস্থ
(ঘ) অনুদৈর্ঘ্য উপত্যকা
উত্তরঃ (খ) হ্রদ
প্রশ্নঃ সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতার কথা বলা হয়েছে? -
(ক) ৬৫
(খ) ৭০
(গ) ৭২
(ঘ) ৭৬
উত্তরঃ (ঘ) ৭৬
প্রশ্নঃ ভারতে হটস্পটের সংখ্যা কয়টি? -
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
উত্তরঃ (ঘ) ৪ টি
প্রশ্নঃ ঈগল কোন্ দেশের জাতীয় প্রতীক? -
(ক) অস্ট্রিয়া
(খ) থাইল্যান্ড
(গ) মালয়েশিয়া
(ঘ) ইরাক
উত্তরঃ (ঘ) ইরাক
প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন্ বিশেষ ঘটনা ঘটেছিল? -
(ক) রাওলাট আইন
(খ) অসহযোগ অন্দোলন
(গ) সাইমন কমিশনের আগমন
(ঘ) কম্যুনাল অ্যয়ওয়ার্ড
উত্তরঃ (ক) রাওলাট আইন
প্রশ্নঃ ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন্ সালে? -
(ক) ১৭৫৫ সালে
(খ) ১৮০০ সালে
(গ) ১৮৫০ সালে
(ঘ) ১৯২০ সালে
উত্তরঃ (খ) ১৮০০ সালে
প্রশ্নঃ "সন্ধ্যা পত্রিকা" কে প্রকাশ করেন? -
(ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) কৃষ্ণকুমার মিত্র
উত্তরঃ (ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
প্রশ্নঃ 'ভারতের নেপোলিয়ন' কাকে বলা হত? -
(ক) সমুদ্রগুপ্ত
(খ) স্কন্দগুপ্ত
(গ) প্রথম চন্দ্রগুপ্ত
(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তরঃ (ক) সমুদ্রগুপ্ত
প্রশ্নঃ তিন বিঘা করিডর যোগ করেছে -
(ক) ভারত ও বাংলাদেশকে
(খ) ভারত ও ভুটানকে
(গ) ভারত ও চিনকে
(ঘ) ভারত ও পাকিস্থানকে
উত্তরঃ (ক) ভারত ও বাংলাদেশকে
প্রশ্নঃ থর মরুভূমির প্রবেশদ্বার কাকে বলা হয়? -
(ক) চন্ডিগড়
(খ) উদয়পুর
(গ) জয়পুর
(ঘ) যোধপুর
উত্তরঃ (গ) জয়পুর
প্রশ্নঃ সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম হল -
(ক) নিষ্ক্রিয় গ্যাস
(খ) অধাতু
(গ) ধাতুকল্প
(ঘ) নোবেল ধাতু
উত্তরঃ (ঘ) নোবেল ধাতু
প্রশ্নঃ "পঞ্চায়েত রাজ" ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল -
(ক) আর্থিক যোজন
(খ) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
(গ) রাজনৈতিক দায়বদ্ধতা
(ঘ) উন্নতিতে জনগণের অংশগ্রহণ
উত্তরঃ (খ) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যের সিমিকের সঙ্গে সীমারেখা রয়েছে -
(ক) আসাম
(খ) অরুণাচল প্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) বিহার
উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ বিখ্যাত মোবাইল সংস্থা স্যামসাং এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? -
(ক) তাইওয়ান
(খ) জাপান
(গ) উত্তর কোরিয়া
(ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ (ঘ) দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ ভাকরা নাঙ্গল জলাধার নিন্মোক্ত নদীর উপরে অবস্থিত -
(ক) সিন্ধু
(খ) বিপাশা
(গ) শতদ্রু
(ঘ) ঝিলাম
উত্তরঃ (খ) বিপাশা
প্রশ্নঃ ভারতের জাতীয় গান কোন্টি? -
(ক) সারে জাহন সে আচ্ছা
(খ) বন্দেমাতরম
(গ) মা তুঝে সালাম
(ঘ) জন গণ মন
উত্তরঃ (ঘ) জন গণ মন
প্রশ্নঃ বারবাটি স্টেডিয়াম কোন্ রাজ্যে রয়েছে? -
(ক) অন্ধ্রপ্রদশ
(খ) ছত্রিশগড়
(গ) ঝাড়খন্ড
(ঘ) ওড়িশা
উত্তরঃ (ঘ) ওড়িশা
প্রশ্নঃ লেকটাক হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) মণিপুরে
(খ) অরুণাচল প্রদেশে
(গ) হিমাচল প্রদেশে
(ঘ) জম্মু ও কাশ্মীর
উত্তরঃ (ক) মণিপুরে
প্রশ্নঃ ভারতের ল্যাঙ্কশায়ার কোন্ শহরকে বলা হয়? -
(ক) মুম্বাই
(খ) চেন্নাই
(গ) কলকাতা
(ঘ) দিল্লি
উত্তরঃ (ক) মুম্বাই
প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের উর্ধ্বসীমা কত? -
(ক) ৬৫ বছর
(খ) ৭৫ বছর
(গ) ৮৫ বছর
(ঘ) কোনো উর্ধ্বসীমা নেই
উত্তরঃ (ঘ) কোনো উর্ধ্বসীমা নেই
প্রশ্নঃ যে রাজ্যে খ্রিস্টান জনসংখ্যার পরিমান সবচেয়ে বেশি -
(ক) গুজরাট
(খ) মিজোরাম
(গ) গোয়া
(ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ (ঘ) নাগাল্যান্ড
প্রশ্নঃ ভারতের বৃহত্তম সার কারখানা আছে -
(ক) বাহারগোড়া
(খ) ঝরিয়াতে
(গ) সিন্ধ্রিতে
(ঘ) পালামৌতে
উত্তরঃ (গ) সিন্ধ্রিতে
প্রশ্নঃ উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হল -
(ক) সিউঁড়ি
(খ) বালুরঘাট
(গ) রায়গঞ্জ
(ঘ) মালদা
উত্তরঃ (গ) রায়গঞ্জ
প্রশ্নঃ মহাসাগর ত্বক প্রধানত কী দ্বারা গঠিত? -
(ক) পাললিক শিলা
(খ) ম্যাগমা
(গ) ব্যাসাল্ট
(ঘ) গ্রানাইট
উত্তরঃ (গ) ব্যাসাল্ট
প্রশ্নঃ কোন্ দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে -
(ক) মায়ানমার
(খ) পাকিস্তান
(গ) বাংলাদেশ
(ঘ) চীন
উত্তরঃ (গ) বাংলাদেশ
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ রাজ্যের সঙ্গে চীনের সীমারেখা রয়েছে -
(ক) হরিয়ানা
(খ) পাঞ্জাব
(গ) উত্তরাখন্ড
(ঘ) গুজরাট
উত্তরঃ (গ) উত্তরাখন্ড
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ