LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 20-10-2021/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 20-10-2021/ Daily Current Affairs Today

 Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ গ্রীষ্মমন্ডলীয় ঝড় কমপাসু দ্বারা আক্রান্ত হয়েছিল? -

(ক) ভারত

(খ) ফিলিপিন্স

(গ) শ্রীলঙ্কা

(ঘ) বাংলাদেশ

উত্তরঃ (খ) ফিলিপিন্স


প্রশ্নঃ অভিনেতা উইলিয়াম শ্যাটনার, যিনি মহাকাশে যাওয়ার জন্য সবচেয়ে বয়স্ক ব্যক্তি হয়েছিলেন, কোন সংস্থার রকেটে ভ্রমণ করেছিলেন? -

(ক) ব্লু অরিজিন

(খ) স্পেস এক্স

(গ) নাসা

(ঘ) বার্জিন গ্যালাক্টিক

উত্তরঃ (ক) ব্লু অরিজিন


প্রশ্নঃ সম্প্রতি ভারতীয় ক্রিকেটের টিম ইন্ডিয়ার মুখ্য কোচ হিসাবে কে নিযুক্ত হলেন? -

(ক) সচিন টেনডুলকর 

(খ) সৌরভ গাঙ্গুলী

(গ) রাহুল ড্রাভিড

ঘ) সুনীল গাভাস্কার

উত্তরঃ (গ) রাহুল ড্রাভিড


প্রশ্নঃ কোন ভারতীয় প্রিন্স উইলিয়াম কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম পরিবেশগত "আর্থশট" পুরস্কারে সম্মানিত হয়েছেন? -

(ক) সতীশ রেড্ডী

(খ) রতন টাটা

(গ) সত্যা নডেলা

(ঘ) বিদ্যুৎ মোহন

উত্তরঃ (ঘ) বিদ্যুৎ মোহন


প্রশ্নঃ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ প্রথম নারী হিসেবে বসবাসের শংসাপত্র পেয়েছে? -

(ক) ফতিমা বানো

(খ) আয়েশা আজিজ

(গ) কাঞ্চন কুমুদনী

(ঘ) সোমা মন্ডল

উত্তরঃ (গ) কাঞ্চন কুমুদনী


প্রশ্নঃ জাতীয় গবেষণা উন্নয়ন কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? -

(ক) Ministry of Health and Family Welfare

(খ) Ministry of Science and Technology

(গ) Ministry of Commerce and Industry

(ঘ) Ministry of Defence

উত্তরঃ (খ) Ministry of Science and Technology


প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যে চা এবং কফি চাষের প্রচারের জন্য একটি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? -

(ক) কেরল

(খ) কর্ণাটক

(গ) অসম

(ঘ) ছত্তিসগড়

উত্তরঃ (ঘ) ছত্তিসগড়


প্রশ্নঃ কোন অভিনেত্রী ফোর্বস ইন্ডিয়ার সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের প্রথম তালিকায় প্রথম স্থান পেয়েছে? -

(ক) কঙ্গনা রানৌত

(খ) রশ্মিকা মন্দানা

(গ) দীপিকা পাদুকোণ

(ঘ) প্রিয়ঙ্কা চোপড়া

উত্তরঃ (খ) রশ্মিকা মন্দানা


প্রশ্নঃ নীতি আয়োগ (NITI Aayog) কোন সংস্থার সাথে সহযোগিতা করে ভারতের জিওস্পেশিয়াল এনার্জি ম্যাপ চালু করবে? -

(ক) DRDO

(খ) ISRO

(গ) Facebook

(ঘ) Google

উত্তরঃ (খ) ISRO


প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের কিন্নর জেলা 100% টিকা দেওয়ার জন্য দেশের প্রথম জেলায় পরিণত হয়েছে? -

(ক) হিমাচল প্রদেশ

(খ) গুজরাট

(গ) মধ্য প্রদেশ

(ঘ) অরুণাচল প্রদেশ

উত্তরঃ (ক) হিমাচল প্রদেশ


প্রশ্নঃ সম্প্রতি ভারতে রাশিয়ান চলচ্চিত্র উৎসবের দূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? -

(ক) অনুপম খের

(খ) ধর্মেন্দ্র

(গ) অমিতাভ বচ্চন

(ঘ) ইম্বিয়াজ আলি

উত্তরঃ (ঘ) ইম্বিয়াজ আলি


প্রশ্নঃ কোন দেশের মহাকাশ দল প্রথম সিনেমার শুটিং শেষে পৃথিবীতে ফিরে এসেছে?

(ক) রাশিয়া

(খ) চাইনা

(গ) সিঙ্গাপুর

(ঘ)  আমেরিকা

উত্তরঃ (ক) রাশিয়া


প্রশ্নঃ সম্প্রতি কে ভারতের অসচ্ছলতা ও দেউলিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? -

(ক) রিতেশ চৌহান

(খ) এ কে গোয়েল

(গ) নবরাঙ্গ সাইনি

(ঘ) অরুণ কুমার মিত্রা

উত্তরঃ (গ) নবরাঙ্গ সাইনি


প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ প্রথম সৌর অনুসন্ধান স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? -

(ক) ইংল্যান্ড

(খ) চাইনা

(গ) স্কটল্যান্ড

(ঘ) জার্মানি

উত্তরঃ (খ) চাইনা


কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ


CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)


Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close