LightBlog
gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 20-10-2021
Type Here to Get Search Results !

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / 20-10-2021

gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal 


প্রশ্নঃ AIDS এর জন্য দায়ী -

(ক) হেলমিন্থ

(খ) প্রোটোজোয়া

(গ) ভাইরাস

(ঘ) ব্যাক্টিরিয়া

উত্তরঃ (গ) ভাইরাস


প্রশ্নঃ "মহাপৃথিবী" গ্রন্থের রচয়িতা কে -

(ক) বুদ্ধদেব বসু

(খ) জীবনানন্দ দাশ

(গ) দীনেশ দাস

(ঘ) প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ (খ) জীবনানন্দ দাশ


প্রশ্নঃ মানস সরোবর থেকে সৃষ্টি নদী হল -

(ক) শতদ্রু

(খ) ব্রহ্মপুত্র

(গ) সিন্ধু

(ঘ) উপরের সব কটি

উত্তরঃ (ঘ) উপরের সব কটি


প্রশ্নঃ নাইট্রোজেনের কটি যোজ্যতা? -

(ক) ৫টি

(খ) ৬টি

(গ) ৭টি

(ঘ) ৮টি

উত্তরঃ (ক) ৫টি


প্রশ্নঃ পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? -

(ক) মামুদ লোদী

(খ) রানা

(গ) বাবর

(ঘ) ইব্রাহিম লোদী

উত্তরঃ (ঘ) ইব্রাহিম লোদী


প্রশ্নঃ রাজস্থানের সম্বর লেক যে শহরের নিকট অবস্থিত -

(ক) উদয়পুর

(খ) যোথপুর

(গ) জয়পুর

(ঘ) ভারতপুর

উত্তরঃ (গ) জয়পুর


প্রশ্নঃ সোনালী পশমের দেশ বলা হয়? -

(ক) চীন

(খ) জাপান

(গ) নিউজিল্যান্ড

(ঘ) অস্ট্রেলিয়া

উত্তরঃ (ঘ) অস্ট্রেলিয়া


প্রশ্নঃ কোন্‌ গিরিপথটি ভারতের বাইরে অবস্থিত? -

(ক) শিপকিলা

(খ) বারা লাছা লা

(গ) বোমডিলা

(ঘ) খাইবার

উত্তরঃ (ঘ) খাইবার


প্রশ্নঃ মুঘল সম্রাট ঔরঙ্গজেব যেশিখ গুরুকে মৃত্যুদন্ড দেন, তিনি ছিলেন -

(ক) অর্জুন দেব

(খ) গোবিন্দ সিংহ

(গ) নানক

(ঘ) তেগবাহাদুর

উত্তরঃ (ঘ) তেগবাহাদুর


প্রশ্নঃ স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা হল -

(ক) ১০ টি

(খ) ১০ জোড়া

(গ) ১২ টি

(ঘ) ১২ জোড়া

উত্তরঃ (ঘ) ১২ জোড়া


প্রশ্নঃ ক্লোরোফিলে কোন্‌ ধাতু থাকে? -

(ক) ম্যাগনেসিয়াম

(খ) অ্যালুমিনিয়াম

(গ) দস্তা

(ঘ) লোহা

উত্তরঃ (ক) ম্যাগনেসিয়াম


প্রশ্নঃ ইরানের পূর্ব নাম কি ছিল? -

(ক) ডাচ

(খ) শ্যাম

(গ) জাম্বিয়া

(ঘ) পারস্য

উত্তরঃ (ঘ) পারস্য


প্রশ্নঃ বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত -

(ক) কৃষ্ণ

(খ) মহানদী

(গ) কাবেরী

(ঘ) গোদাবরী

উত্তরঃ (ঘ) গোদাবরী


প্রশ্নঃ বিচারপতিদের বেতন ভাতার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? -

(ক) ১২০

(খ) ১২৪

(গ) ১২৫

(ঘ) ১৩০

উত্তরঃ (খ) ১২৪


প্রশ্নঃ WMO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -

(ক) ওসলো

(খ) প্যারিস

(গ) জেনেভা

(ঘ) ব্রাসেলস

উত্তরঃ (গ) জেনেভা


প্রশ্নঃ লবঙ্গ পাওয়া যায় কী থেকে -

(ক) পুষ্পমুকুল

(খ) পাতা

(গ) কান্ড

(ঘ) মূল

উত্তরঃ (ক) পুষ্পমুকুল


সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ


General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication


Tapati || General Knowledge Encyclopedia 2022


Competitive General Science (Sadharan Bigyan) - Bengali

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close