বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
ভৌতবিজ্ঞান
দশম শ্রেণি
১. কোন্ গ্যসটি গ্রিনহাউস গ্যাস? -
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) হাইড্রোজেন
উত্তরঃ (গ) নাইট্রাস অক্সাইড
২. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষ 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো -
(ক) 3g/mol
(খ) 6g/mol
(গ) 32g/mol
(ঘ) 48g/mol
উত্তরঃ (ক) 3g/mol
৩. কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে -
(ক) সদ্ ও অবশীর্ষ
(খ) অসদ্ ও অবশীর্ষ
(গ) সদ্ ও সমশীর্ষ
(ঘ) অসদ্ ও সমশীর্ষ
উত্তরঃ (ঘ) অসদ্ ও সমশীর্ষ
৪. কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যে ত্বদ্ব হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে -
(ক) fcm
(খ) 2fcm
(গ) f/2cm
(ঘ) f/4cm
উত্তরঃ (খ) 2fcm
৫. বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষ তা হলো -
(ক) লাল
(খ) নীল
(গ) হলুদ
(ঘ) বেগুনি
উত্তরঃ (ঘ) বেগুনি
৬. A, B ও C তিনটি জলীয় দ্রবণের pH যথাক্রমে 3, 9 ও 6 । এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো -
(ক) A<B<C
(খ) B<C<A
(গ) C<B<A
(ঘ) A<C<B
উত্তরঃ (খ) B<C<A
Good job . But it s not good for students
উত্তরমুছুনI am also a student but I am dislexia patient that's why I say this 🤭🤭😉help to broke the wbbs 😉