Type Here to Get Search Results !

Class 10 Life Science Model Activity Compilation / Class 10 Model Activity Task Part 8 Life Science Marks 50

জীবনবিজ্ঞান

দশম শ্রেণি

পূর্ণমান - ৫০


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো -

(ক) অক্সিন

(খ) জিব্বেরেলিন

(গ) সাইটোকাইনিন

(ঘ) NAA

উত্তরঃ (খ) জিব্বেরেলিন


১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো -

(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া

(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া

(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া

(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া

উত্তরঃ (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া


১.৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো -

(ক) STH - থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা

(খ) ACTH - স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্যে করা

(খ) FSH - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা

(ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষন ঘটানো

উত্তরঃ (ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষন ঘটানো


১.৪ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো -

(ক) ১০ জোড়া

(খ) ১২ জোড়া

(গ) ২১ জোড়া

(ঘ) ৩১ জোড়া

উত্তরঃ (খ) ১২ জোড়া


১.৫ পাতায় মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো -

(ক) মিষ্টি আলু

(খ) কচুরিপানা

(গ) আদা

(ঘ) পাথরকুচি

উত্তরঃ (ঘ) পাথরকুচি


১.৬ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো -

(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে

(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম

(গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম

(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিকভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়

উত্তরঃ (গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম


১.৭ নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো -

(ক) ঈস্ট - কোরকোদ্গম

(খ) মস - রেণু উৎপাদন

(গ) প্লাসমোডিয়াম - পুনরুৎপাদন

(ঘ) অ্যামিবা - দ্বিবিভাজন

উত্তরঃ (গ) প্লাসমোডিয়াম - পুনরুৎপাদন


১.৮ নীচের যে দুটি জিনোটাইপ গিনিপগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো -

(ক) BBRR ও BbRr

(খ) BBrr ও Bbrr

(গ) BBRr ও BbRR

(ঘ) bbRr ও bbrr

উত্তরঃ (খ) BBrr ও Bbrr


১.৯ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো -

(ক) 0%

(খ) 25%

(গ) 50%

(ঘ) 100%

উত্তরঃ (ক) 0%


২. নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও :


২.১ ডাবের জলে __________ হরমোন থাকে।

উত্তরঃ ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে।


২.২ পায়রার একটি ডানায় __________ টি রেমিজেস নামক পালক থাকে।

উত্তরঃ পায়রার একটি ডানায় ২৩ টি রেমিজেস নামক পালক থাকে।


২.৩ RNA -তে থাইমিনের পরিবর্তে ___________ থাকে।

উত্তরঃ RNA -তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।


৩. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :


৩.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।

উত্তরঃ মিথ্যা


৩.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়।

উত্তরঃ মিথ্যা


৩.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।

উত্তরঃ সত্য


৪. A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটিত সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :

A-স্তম্ভ

B-স্তম্ভ

৪.১ অন্ধবিন্দু

 1. মাইটোসিস

৪.২ ক্রসিং ওভার

 1. স্টক ও সিয়ন

৪.৩ গ্রাফটিং

 1. রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল


 1. মিয়োসিস

উত্তরঃ


A-স্তম্ভ

B-স্তম্ভ

৪.১ অন্ধবিন্দু

 1. রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল

৪.২ ক্রসিং ওভার

 1. মিয়োসিস

৪.৩ গ্রাফটিং

 1. স্টক ও সিয়ন
৫. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :


৫.১ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বয়ঃসন্ধিকাল (12-20 বছর) হল মানবদেহের মুখ্য বৃদ্ধি কাল এই সময়ে পেশি ও অস্থির বৃদ্ধি, জনন অঙ্গের বৃদ্ধি পায় এবং গ্যামেট উৎপাদন শুরু হয়।


৫.২ বিসদৃশটি বেছে লেখো : মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম

উত্তরঃ মটরের সবুজ রঙের ফল


৫.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

মাইটোসিস : ভ্রূণমূল : : _________ : রেণু মাতৃকোশ

উত্তরঃ মিয়োসিস


৬. দুই-তিন বাক্যে উত্তর দাও :


৬.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো -

 • নালির উপস্থিতি ও অনুপস্থিতি
 • ক্ষরিত পদার্থ

উত্তরঃ 

বিষয়

অন্তক্ষরা গ্রন্থি

বহিক্ষরা গ্রন্থি

নালির উপস্থিতি ও অনুপস্থিতি

অন্তক্ষরা গ্রন্থিতে নালি অনুপস্থিত।

বহিক্ষরা গ্রন্থিতে নালি উপস্থিত।

ক্ষরিত পদার্থ

অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন।

বহিক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় উৎসেচক, ঘর্ম, সিবাম, লালারস ইত্যাদি।


৬.২ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।

উত্তরঃ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা নীচে বর্ণনা করা হলো :

(ক) নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে। ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয়।

(খ) নিউক্লীয় পর্দা ও নিউক্লিওলাস প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে ভেঙে যায় ও প্রোফেজ দশায় শেষে অবলুপ্ত হয়।

(গ) ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুন্ডলীকৃত হয়ে সুত্রাকার ক্রোমোজোম গঠনকরে।

(ঘ) প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে।


৬.৩ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন-এর দুটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ 

বিষয়

ট্রপিক চলন

ন্যাস্টিক চলন

চলন

এই চলন স্থায়ী।

এই চলন অস্থায়ী।

উদ্দীপকের ভূমিকা

উদ্দীপকের উৎসের দিকের উপর নির্ভরশীল।

উদ্দীপকের তীব্রতার উপর নির্ভরশীল।


৬.৪ স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।

উত্তরঃ সুবিধাঃ স্বপরাগযোগের একটি সুবিধা স্বপরাগযোগ এর জন্য কোন বাহকের প্রয়োজন হয়না এবং একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায় ও প্রজাতির মধ্যে জনিতৃ বৈশিষ্ট্য প্রকাশ পায়।

অসুবিধাঃ স্বপরাগযোগে বাহকের অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না এবং নতুন বংশধরদের অভিযোজন ক্ষমতা কম থাকে। 


৬.৫ "একসংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3 : 1 নাও হতে পারে" - উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 হয় না। যেমন সন্ধ্যামালতি (Mirabilis Jalapa) উদ্ভিদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে, বিশুদ্ধ লাল ফুল যুক্ত ও বিশুদ্ধ সাদা ফুল যুক্ত গাছের ইতর পরাগযোগ ঘটালে Fj জনুতে উৎপন্ন সমস্ত গাছ গোলাপি ফুল যুক্ত হয়। F1 জনুর গোলাপি ফুল বিশিষ্ট গাছ গুলির স্বপরাগযোগ ঘটালে F2 জনুতে লাল, গোলাপি ও সাদা ফুল বিশিষ্ট গাছের আবির্ভাব হয় ও তাদের ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হয়। সন্ধ্যামালতি উদ্ভিদের একসংকর জননে F2 জনুর জিনোটাইপিক অনুপাতও সবসময় 1:2:1 হয়। সুতরাং একসংকর জননে F জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে।


৬.৬ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো -

 • গ্যামেট উৎপাদন
 • মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা 

উত্তরঃ 

বিষয়

অযৌন জনন

যৌন জনন

গ্যামেট উৎপাদন

অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না।

যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়।

মাইটোসিস ও মিয়োসিসের উপর নির্ভরতা

এই প্রকার জননে কেবল মাইটোসিস কোশ বিভাজন ঘটে।

এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।৬.৭ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হত তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।

উত্তরঃ মাইক্রো কথার অর্থ অতি ক্ষুদ্র। এখানে পৃথকীকৃত কোশ বা কলার ছোটো টুকরোকে বোঝায়। ক্ষুদ্র টুকরোটিকে বিশেষ কর্ষণ দ্রবণে বৃদ্ধি ঘটানো হয়। কর্ষণ দ্রবণটি পরিপোষক এবং অক্সিন ও সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি করা হয়। এই ধরনের পদ্ধতিকে কলা কর্ষণ বলে। প্রধানত এটি হল কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার ঘটানো।

মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে হল

(ক) উপযুক্ত উদ্ভিদ অঙ্গ - কলা, কোশ, মুকুল ইত্যাদি নির্বাচন। 

(খ) কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন।

(গ) ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন।

(ঘ) এমব্রয়েড থেকে অসংখ্য প্লান্টলেট সৃষ্টি।

(ঙ) প্লান্টলেটগুলিকে পৃথক টবে স্থানান্তরকরণ এবং অসংখ্য চারাগাছ সৃষ্ট।


৭. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


৭.১ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত কর :

(ক) ক্রোমাটিড (খ) মেরু অঞ্চল (গ) সেন্ট্রামিয়ার (ঘ) বেমতন্তু

উত্তরঃ(কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)


প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার তিনটি এবং টেলোফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ 

মেটাফেজ দশার বৈশিষ্ট্য :

(ক) এই দশার শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্য ভাবে দ্বিখণ্ডিত হতে শুরু হয়।

(খ) উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল গুলি একত্রিত হয়ে বেমতন্তু গঠিত হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা বেমতন্তু গঠিত হয়।

(গ) মেটাফেজ দশার নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়।


টেলোফেজ দশার বৈশিষ্ট্য :

(ক) নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে।

(খ) টেলোফেজ দশা আর শুরুতে বেমের উভয় প্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম গুলি খুলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় ।


৭.২ একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণে কীভাবে কোশ বিভাজন দ্বারা নিয়ন্ত্রণ হয় তা বিশ্লেষণ করো।

উত্তরঃ একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রন নষ্ট হলে - অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে তা ক্যান্সার সৃষ্টি হতে পারে।

(ক) বৃদ্ধি : মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি  পায় ফলে সামগ্রিকভাবে জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটে।

(খ) প্রজনন : নিম্নশ্রেনির জীবদেহে মাইটোসিস বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয় এবং জীবের বংশ বিস্তার ঘটে।

(গ) ক্ষয়পূরণ : মাইটোসিস বিভাজনের দ্বারা জীবদেহে নতুন কোষ সৃষ্টি হয়, যাদের দ্বারা ক্ষতিগ্রস্থ বা পুরাতন কোষের প্রতিস্থাপন ঘটে এবং জীবদেহে ক্ষতস্থান নিরাময় ঘটে।


৭.৩ একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr) সংকরায়ণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ণ থেকে বংশগতির সে সুত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।

উত্তরঃস্বাধীন সঞ্চারণ সূত্র : কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপযুক্ত প্রত্যেকেটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে-কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close