LightBlog
Class 10 Physical Science Model Activity Compilation / Class 10 Model Activity Task Part 8 Physical Science Marks 50
Type Here to Get Search Results !

Class 10 Physical Science Model Activity Compilation / Class 10 Model Activity Task Part 8 Physical Science Marks 50

 ভৌতবিজ্ঞান

দশম শ্রেণি

পূর্ণমান-৫০


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো -

(ক) বায়োগ্যাস

(খ) পেট্রোল

(গ) ডিজেল

(ঘ) কয়লা

উত্তরঃ (ক) বায়োগ্যাস


১.২ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে -

(ক) সদ্‌ ও অবশীর্ষ

(খ) অসদ্‌ ও অবশীর্ষ

(গ) সদ্‌ ও সমশীর্ষ

(ঘ) অসদ্‌ ও সমশীর্ষ 

উত্তরঃ (ঘ) অসদ্‌ ও সমশীর্ষ 


১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলো -

(ক) KM

(খ) NaCl

(গ) CaCl2

(ঘ) CH4

উত্তরঃ (ঘ) CH4


১.৪ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো -

(ক) সোডিয়াম ক্লোরাইড

(খ) অ্যামোনিয়াম সালফেট

(গ) সালফিউরিক অ্যসিড

(ঘ) অ্যাসেটিক অ্যাসিড

উত্তরঃ (ঘ) অ্যাসেটিক অ্যাসিড


১.৫ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষ 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো -

(ক) 4 g/mol

(খ) 16 g/mol

(গ) 32 g/mol

(ঘ) 64 g/mol

উত্তরঃ (ঘ) 64 g/mol


১.৬ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়

(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে

(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে

(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

উত্তরঃ (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে


১.৭ 3 ওহম্‌ এবং 6 ওহম্‌ রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো -

(ক) 9 ওহম্‌

(খ) 4 ওহম্‌

(গ) 2 ওহম্‌

(ঘ) 1 ওহম্‌

উত্তরঃ (গ) 2 ওহম্‌


১.৮ যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো -

(ক) নাইট্রোজেন

(খ) অক্সিজেন

(গ) নাইট্রাস অক্সাইড

(ঘ) হাইড্রোজেন

উত্তরঃ (গ) নাইট্রাস অক্সাইড


২. শূন্যস্থান পূরণ করো :


২.১ হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ________।

উত্তরঃ ফ্লুরিন


২.২ বায়ুমন্ডলের যে স্তরটি রেডিওতরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো ________।

উত্তরঃ আয়নমন্ডল


২.৩ ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা _______ হয়।

উত্তরঃ কম


৩. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :


৩.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন।

উত্তরঃ মিথ্যা


৩.২ উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে।

উত্তরঃ সত্য


৩.৩ দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে।

উত্তরঃ সত্য


৪. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :


৪.১ গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করো।

উত্তরঃ J.mol-1.K-1


৪.২ পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন্‌ মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়?

উত্তরঃ প্রত্যেক পর্যায়ের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়।


৪.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো।

উত্তরঃ LiH (লিথিয়াম হাইড্রাইড)

LiH এর ক্যাটায়ন = Li+, যার ইলেকক্ট্রন বিন্যাস হিলিয়ামের মতো অর্থাৎ 2

LiH এর অ্যানায়ন = H-, যার ইলেক্ট্রন বিন্যাস হিলিয়ামের মতো অর্থাৎ 2


৪.৪ কিলওয়াট (kW) ও কিলোওয়াট-ঘন্টার (kWh) মধ্যে কোন্‌টি ক্ষমতার একক?

উত্তরঃ কিলোওয়াট


৪.৫ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।

উত্তরঃ ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে AC ভোল্টেজকে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায় কিন্তু DC ভোল্টেজকে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায় না।


৪.৬ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয়?

উত্তরঃ পটাশিয়াম আরোসায়ানাইড


৫. সংক্ষিপ্ত উত্তর দাও :


৫.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন?

উত্তরঃ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে উত্তল দর্পণ রাখা হয়। উত্তল দর্পণে প্রতিবিম্ব ছোট দেখায় । এর ফলে দর্পণে অনেক বেশি সংখ্যক প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। দৃষ্টিক্ষেত্র বেশি হয় বলে পিছনের বেশি সংখ্যক গাড়ি দেখতে পাওয়া হয়। ফলে গাড়ীচালকের গাড়ি চালাতে সুবিধা হয় তাই উত্তল দর্পণ ব্যবহার করা হয়।


৫.২ কোনো মৌলের আয়নীয়ভবন শক্তি বলতে কী বোঝায়?

উত্তরঃ গ্যাসীয় অবস্থায় থাকা কোন মৌলের কোনো প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণুরটির সবচেয়ে বাইরের কক্ষে এর সবচেয়ে আলগাভাবে থাকা ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, পরমাণুটিকে একক চার্জ যুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নীভবন বিভব বলে।


৫.৩ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca = 40)।

উত্তরঃ ক্যালশিয়াম কার্বনেট ( CaCO3)-এর গ্রাম-আণবিক ভর = 40+12 + ( 16 × 3) = 100

100g ক্যালশিয়াম কার্বনেটের ক্যালশিয়ামের এর পরিমাণ 40g

∴ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ= (40g/100g)40g/100g)×100%=40%


৫.৪ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 'আণবিক ওজন' কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো।

উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এর অণুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর = 23 + 35.5 = 58.5 কথাটি ব্যবহার করাই সঙ্গত।


৫.৫ 50 g ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে নির্ণয় করো (Ca = 40, C = 12, O = 16)।

উত্তরঃ CaCO₃ = CaO + CO₂⬆

40 + 12 + (16 x3)      12 + ( 16 x2)

= 40 + 12 + 48             = 12 + 32

= 100                           = 44

ஃ 100g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 44g

ஃ 1g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 44/100g

ஃ 50g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 44x50 / 100g

                                                            = 22g


৫.৬ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হাল্কা কেন তা ব্যাখ্যা করো।

উত্তরঃ বাতাসের বাষ্পঘনত্ব প্রায় 14.4 এবং জলীয় বাষ্পের বাষ্প- ঘনত্ব 9। সুতরাং সমতলের জলীয় বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বাতাসে, শুষ্ক বাতাস অপেক্ষা বেশি জলীয় বাষ্পবর্তমান থাকায়, সমান আয়তনের আর্দ্র বাতাস অপেক্ষা শুষ্ক বাতাস বেশি ভারী হয়।


৫.৭ সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?

উত্তরঃ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য প্রায় দিগন্তরেখার কাছাকাছি থাকে এবং সূর্যালোক আমাদের চোখে পৌঁছুতে পৃথিবীর বায়ুমণ্ডলের পুরু স্তর ভেদ করতে হয়। ফলে আলোকরশ্মিকে বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা, জলকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় নীল প্রান্তের কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণগুলো বিক্ষেপিত হয়, কিন্তু লাল প্রান্তের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা কম বিক্ষেপিত হয়, ফলে সরাসরি সেটি পৃথিবীতে চলে আসে। তাই আমরা ভোরের উদীয়মান সূর্য এবং সন্ধ্যার অস্তগামী সূর্যকে লাল দেখি।


৫.৮ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।

উত্তরঃ বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।


৫.৯ লেঞ্জের সূত্রটি লেখো।

উত্তরঃ আমরা জানি, একটি চুম্বককে কুণ্ডলীর দিকে আনলে বা কুণ্ডলী থেকে দূরে সরালে কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ হয় কিন্তু উভয়ক্ষেত্রে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বিপরীত দিকে হয়। তাহলে এটা স্পষ্ট যে আবিষ্ট তড়িৎপ্রবাহ একটি নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট অভিমুখেই হয়।


৬. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৬.১ 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 g -এর আয়তন 1.12 L। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।

উত্তরঃ প্রমাণ চাপ উষ্ণতায় 22.4 লিটার কোন গ্যাসের আয়তন হল সেই গ্যাসের মোলার আয়তন এবং ভর হলো সেই গ্যাসের মোলার ভর।

এখন, প্রমাণ চাপ উষ্ণতায়,

1.12 L গ্যাসের ভর 1.6 গ্রাম

অতএব, 22.4 L গ্যাসের ভর = 22.4×1.6/1.12 গ্রাম = 20×1.6 গ্রাম = 32 গ্রাম

গ্যাসটির মোলার ভর 32 গ্রাম।

গ্যাসটির বাষ্প ঘনত্ব 32/2 = 16


৬.২ একটি তড়িৎকোশের তড়িচ্চালক বল 10 V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎকোশটিকে 8 ওহম্‌ রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।

উত্তরঃ তড়িৎকোষের তড়িচ্চালক বল (E)= 10V

তড়িৎকোষের আভ্যন্তরীণ রোধ (r) =2 ওহম

বাইরের রোধ (R) = 8ওহম

সময় (t) = 60 সেকেণ্ড

∴ তড়িৎ প্রবাহ মাত্রা (I) = E / (R+r)E / (R+r)

= 10 / (2+8)

= 10 / 10

= 1A

এখন রোধকটিতে 60 সেকেণ্ডে উৎপন্ন তাপ (H) = I2Rt

= (12 × 8 × 60) জুল

= 480 জুল


৬.৩ দুটি ধাতব তারের দৈঘ্যের অনুপাত 2 : 1, ব্যাসার্ধের অনুপাত 1 : 2 এবং রোধাঙ্কের অনুপাত 3 : 4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।

উত্তরঃ প্রথম তারের ক্ষেত্রে,

ধরি, রোধ = R₁

ব্যাসার্ধ = r₁

দৈর্ঘ্য = l₁

রোধাঙ্ক = P₁

প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল (A₁) = πr₁²

দ্বিতীয় তারের ক্ষেত্রে,

রোধ = R₂

ব্যাসার্ধ = r₂

দৈর্ঘ্য = l₂

রোধাঙ্ক = P₂

প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল (A₂) = πr₂²

প্রথম শর্তমতে, l₁ : l₂ = 2 : 1

ஃ l₁ / l₂ = 2 / 1

দ্বিতীয় শর্তে, r₁ : r₂ = 1 : 2

বা, r₁ / r₂ = 1 / 2

ஃ r₂ / r₁ = 2 / 1

তৃতীয় শর্তমতে, P₁ : P₂ = 3 : 4

ஃ P₁ : P₂ = 3 / 4

আমরা জানি, R = P.l / A

ஃ প্রথম তারের রোধ, R₁ = P₁.l₁ / A₁ --------- (i)

ஃ দ্বিতীয় তারের রোধ, R₂ = P₂.l₂ / A₂ --------- (ii)

এখন আমরা (i) ➗ (ii) করে পাই,

বা, R₁ / R₂ = P₁.l₁ / A₁ / P₂.l₂ / A₂

বা, R₁ / R₂ = P₁.l₁ / A₁ xA₂ / P₂.l₂

বা, R₁ / R₂ = P₁.l₁.πr₂² / πr₁².P₂.l₂

বা, R₁ / R₂ = (P₁ / P₂) x(l₁ / l₂) x(r₁ / r₂)²

বা, R₁ / R₂ = (3 / 4) x(2 / 1) x(2 / 1)²

বা, R₁ / R₂ = 3 / 4 x2 / 1 x4 / 1

বা, R₁ / R₂ = 6 / 1

বা, R₁ : R₂ = 6 : 1


৬.৪ চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কীভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশীর্ষ, খর্বাকার, সদবিম্ব গঠিত হয় তা দেখাও।

উত্তরঃ উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর অবশীর্ষ, খর্বকায় সদ্‌বিম্ব পেতে গেলে বস্তুকে ফীকাস দূরত্বের দ্বিগুণ বা 2f অপেক্ষা বেশি দূরত্বে রাখতে হবে। নীচের চিত্রে L1OL2 হল ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি পাতলা উত্তল লেন্স। লেন্সের প্রধান অক্ষের ওপর লম্বভাবে 2f অপেক্ষা বেশি দূরত্বে অবস্থিত O1O2 একটি বিস্তৃত বস্তু। এখানে OF1' = 2f। O2 থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল O2A রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য ফোকাস (দ্বিতীয়) F2 দিয়ে যায়।


অপর একটি রশ্মি O2o. লেন্সের আলোককেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে কোনো চ্যুতি ছাড়াই সোজা চলে যায়। প্রতিসৃত রশ্মি দুটি পরস্পরকে I2 বিন্দুতে ছেদ করে। I2 থেকে প্রধান অক্ষের ওপর I1I2 লম্ব টানা হল। I1I2 হল O1O2 বস্তুর সদ্‌বিম্ব। এখানে F2' এমন একটি বিন্দু যেখানে OF2' = 2f । দ্যাখো সদ্‌বিম্ব, F2ও F2' -এর মধ্যে গঠিত হয়েছে। এখানে প্রতিবিম্বের সাইজ, বস্তুর তুলনায় ছোটো তাই প্রতিবিম্ব খর্বকায় এবং প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে উলটো তাই প্রতিবিম্বটি অবশীর্ষ। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close