gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়? -
(ক) আবুল ফজল
(খ) আল বিরুনি
(গ) উৎবি
(ঘ) আমির খসরু
উত্তরঃ (ঘ) আমির খসরু
প্রশ্নঃ স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন? -
(ক) ১৭০৩ সালে
(খ) ১৮৯০ সালে
(গ) ১৮৯২ সালে
(ঘ) ১৮৯৩ সালে
উত্তরঃ (ঘ) ১৮৯৩ সালে
প্রশ্নঃ GMT ও IST -এর মধ্যে সময়ের পার্থক্য হল -
(ক) ২ ঘন্টা ৩০ মিনিট
(খ) ৫ ঘন্টা ৩০ মিনিট
(গ) ৬ ঘন্টা ৩০ মিনিট
(ঘ) ৭ ঘন্টা ৩০ মিনিট
উত্তরঃ (খ) ৫ ঘন্টা ৩০ মিনিট
প্রশ্নঃ নীচের কার মৃত্যুর পর বাংলায় "মাৎস্যন্যায় দেখা দিয়েছিল? -
(ক) শশাঙ্ক
(খ) সামন্ত সেন
(গ) গোপাল
(ঘ) কেউই নন
উত্তরঃ (ক) শশাঙ্ক
প্রশ্নঃ কোন্ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে? -
(ক) অসম
(খ) বিহার
(গ) ওড়িশা
(ঘ) ঝাড়খণ্ড
উত্তরঃ (ঘ) ঝাড়খণ্ড
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ