gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ আদি বৈদিক আর্যদের ধর্ম মূলত ছিল -
(ক) প্রকৃতি পূজা ও ভক্তি
(খ) প্রকৃতি পূজা ও যঞ্জ
(গ) চিত্র পূজা ও যঞ্জ
(ঘ) ভক্তি
উত্তরঃ (খ) প্রকৃতি পূজা ও যঞ্জ
প্রশ্নঃ রঙিন কাচ গুড়ো করলে সাদা দেওয়া এর কারন
(ক) শোষণ
(খ) বিচ্ছুরণ
(গ) বিক্ষিপ্ত প্রতিফলন
(ঘ) প্রতিসরণ
উত্তরঃ (গ) বিক্ষিপ্ত প্রতিফলন
প্রশ্নঃ কোন্ শাসক দিল্লী রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন? -
(ক) সুলতাল মহম্মদ বিন তুঘলক
(খ) সুলতান মুবারক
(গ) সুলতান গিয়াসুদ্দিন তুঘলক
(ঘ) সুলতান ফিরোজ শাহ তুঘলক
উত্তরঃ (ক) সুলতাল মহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ রষ্ট্রপতি কোন্ বিলে তার সম্মতি বা স্বাক্ষর করলে বাধ্য থাকেন? -
(ক) সাধারণ বিল
(খ) অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল
(গ) সংবিধান সংশোধনী বিল
(ঘ) অর্থবিল
উত্তরঃ (খ) অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল
প্রশ্নঃ ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? -
(ক) বালগঙ্গাধর তিলক
(খ) জওহরলাল নেহেরু
(গ) নেতাজি সুভাষচন্দ্র বসু
(ঘ) লালা লাজপাত রায়
উত্তরঃ (গ) নেতাজি সুভাষচন্দ্র বসু
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ