gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ নীচের কে দু-আশপা ও শি-আশপা ব্যবস্থা চালু করেন? -
(ক) জাহাঙ্গীর
(খ) শেরশাহ
(গ) আকবর
(ঘ) বাবর
উত্তরঃ (খ) শেরশাহ
প্রশ্নঃ ৩৮তম প্যারালাল লাইন কোন্ দুটি দেশের মধ্যে সীমানার নাম? -
(ক) ইংল্যান্ড ও জার্মানি
(খ) উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া
(গ) রাশিয়া এবং চীন
(ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা
উত্তরঃ (খ) উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ ভারতের আইনস্টাইন কাকে বলে? -
(ক) সম্রাট আশোক
(খ) নাগার্জুন
(গ) আর্যভট্ট
(ঘ) বরাহমিহির
উত্তরঃ (খ) নাগার্জুন
প্রশ্নঃ বাতাসে যে ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন বা জ্বলীয় কণা ভাসমান আবস্থায় থাকে তাকে বলে -
(ক) অ্যারোসেল
(খ) নিমোফিল
(গ) ফ্লুরাইড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অ্যারোসেল
প্রশ্নঃ জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে? -
(ক) এলাহাবাদ অধিবেশনে
(খ) ত্রিপুরী অধিবেশনে
(গ) লখনৌ অধিবেশনে
(ঘ) সুরাট অধিবেশনে
উত্তরঃ (ঘ) সুরাট অধিবেশনে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ