gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 10
প্রশ্নঃ প্রথম ভারতীয় ম্যাগসেসাই পুরষ্কার জয়ী ব্যক্তির নাম কি? -
(ক) বিনোবা ভাবে
(খ) কিরণ বেদী
(গ) টি এন সেশন
(ঘ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ (ক) বিনোবা ভাবে
প্রশ্নঃ গুরু নানকের মৃত্যুর পর দ্বিতীয় শিখ গুরু কে হন? -
(ক) অঙ্গদ
(খ) অর্জুন
(গ) রামদাস
(ঘ) অমরদাস
উত্তরঃ (ক) অঙ্গদ
প্রশ্নঃ কেলভিন স্কেলে, মনবদেহের স্বাভাবিক তাপমাত্রা হল -
(ক) ৩০
(খ) ২৯০
(গ) ৩০০
(ঘ) ৩১০
উত্তরঃ (ঘ) ৩১০
প্রশ্নঃ শব্দের বেগ কীসের ওপর নির্ভর করে না? -
(ক) আর্দ্রতা
(খ) চাপ
(গ) মাধ্যম
(ঘ) তাপমাত্রা
উত্তরঃ (খ) চাপ
প্রশ্নঃ নাসিক প্রশস্তিতে কোন্ রাজার কীর্তি বর্ণিত আছে? -
(ক) ধর্মপাল
(খ) প্রভাকর বর্ধন
(গ) গৌতমীপুত্র সাতকর্ণী
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ (গ) গৌতমীপুত্র সাতকর্ণী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ