gktoday / বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 9
প্রশ্নঃ ১৯৮৩ সালে পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্ব কাপে ম্যান অব দ্যা সিরিজ কে হয়েছিলেন? -
(ক) কপিল দেব
(খ) মাহিন্দ্রা অমরনাথ
(গ) ক্লাইভ লয়েড
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (ক) কপিল দেব
প্রশ্নঃ ইনিক্লাব জিন্দাবাদ কার উক্তি? -
(ক) নেতাজি সুভাষচন্দ্র বসু
(খ) ভগৎ সিং
(গ) মঙ্গল পান্ডে
(ঘ) জহরলাল নেহেরু
উত্তরঃ (খ) ভগৎ সিং
প্রশ্নঃ উদবেধী আগ্নেয় শিলা -
(ক) পাললিক শিলা
(খ) নিঃসারী আগ্নেয় শিলা
(গ) রূপান্তরিত শিলা
(ঘ) উদবেধী আগ্নেয় শিলা
উত্তরঃ (ক) পাললিক শিলা
প্রশ্নঃ সাহিত্যিক দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম কি? -
(ক) বেদুইন
(খ) কেয়া মিত্র
(গ) যুবনাশ্ব
(ঘ) দৌবারিক
উত্তরঃ (ক) বেদুইন
প্রশ্নঃ অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? -
(ক) আশাপূর্ণা দেবী
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) নারায়ন দেবনাথ
উত্তরঃ (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ