LightBlog
বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 7
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 7

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 7



প্রশ্নঃ জুল/ঘন্টা কোন্‌ ভৌত রাশির একক? -

(ক) ক্ষমতা

(খ) বল

(গ) গতিশক্তি

(ঘ) কার্য

উত্তরঃ (ক) ক্ষমতা


প্রশ্নঃ নুড়ি ও পাথর মিশ্রিত পলিমাটিকে কী বলা হয়? -

(ক) বেট

(খ) ভাবর

(গ) ভাঙ্গার

(ঘ) খাদার

উত্তরঃ (গ) ভাঙ্গার


প্রশ্নঃ জলের গভীরতা মাপার একক কি? -

(ক) ফ্যাদম

(খ) লিটার

(গ) কিউমেক

(ঘ) কিউসেক

উত্তরঃ (ঘ) কিউসেক


প্রশ্নঃ দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি? -

(ক) দক্ষিণ গঙ্গোত্রী

(খ) জাহ্নবী

(গ) মৈত্রী

(ঘ) পূর্বা

উত্তরঃ (ক) দক্ষিণ গঙ্গোত্রী


প্রশ্নঃ মধ্যচ্ছদা সাহায্য করে? -

(ক) রেচনে

(খ) রক্ত সঞ্চালন

(গ) পরিপাকে

(ঘ) শ্বসনে

উত্তরঃ (ঘ) শ্বসনে


প্রশ্নঃ অ্যান্টিবডি থাকে না কোন্‌ রক্তের গ্রুপে? -

(ক) A

(খ) B

(গ) AB

(ঘ) O

উত্তরঃ (গ) AB


প্রশ্নঃ কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন? -

(ক) বিজয় মার্চেন্ড

(খ) সি কে নাইডু

(গ) বিজয় হাজারে

(ঘ) লাল অমরনাথ

উত্তরঃ (ঘ) লাল অমরনাথ


প্রশ্নঃ মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? -

(ক) ১০ জোড়া

(খ) ১২ জোড়া

(গ) ২২ জোড়া

(ঘ) ৩১ জোড়া

উত্তরঃ (খ) ১২ জোড়া


প্রশ্নঃ রাষ্ট্রপতির পদত্যাগপত্র কে গ্রহণ করেন? -

(ক) মুখ্যমন্ত্রী

(খ) প্রধানমন্ত্রী

(গ) উপরাষ্ট্রপতি

(ঘ) লোকসভার অধ্যক্ষ

উত্তরঃ (গ) উপরাষ্ট্রপতি


প্রশ্নঃ পৃথিবীর কোন্‌ দেশ সবচেয়ে বেশি কোবাল্ট রপ্তানি করে? -

(ক) ভারত

(খ) জিম্বাবোয়

(গ) শ্রীলঙ্কা

(ঘ) অস্ট্রেলিয়া

উত্তরঃ (খ) জিম্বাবোয়


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close