বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ স্টেরয়েড হরমোন পাওয়া যায় কি থেকে? -
(ক) প্রোটিন
(খ) কোলেস্টেরল
(গ) কর্টিকয়েড
(ঘ) ভিটামিন
উত্তরঃ (খ) কোলেস্টেরল
প্রশ্নঃ কে মৌলিক অধিকার রদ করতে পারেন? -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) লোকসভার স্পিকার
(ঘ) মুখ্যমন্ত্রী
উত্তরঃ (ক) রাষ্ট্রপতি
প্রশ্নঃ কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন? -
(ক) ট্রপিক চলন
(খ) ট্যাকটিক চলন
(গ) ন্যাস্টিক চলন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ন্যাস্টিক চলন
প্রশ্নঃ সাহারা মরুভূমি অঞ্চলে যেসব স্থান শিলাময় তাকে কি বলে? -
(ক) বোল্ডার
(খ) হামাদা
(গ) শেরি
(ঘ) আর্ক
উত্তরঃ (খ) হামাদা
প্রশ্নঃ পাকিস্থানের পত্রিকাটি কি নামে পরিচিত? -
(ক) ডন
(খ) দি মালয়
(গ) নহানডন
(ঘ) রেড ফ্লাগ
উত্তরঃ (ক) ডন
প্রশ্নঃ রক্ত তঞ্চন প্রতিরোধ করে? -
(ক) হেপারিন দ্বারা
(খ) থুন্বিন দ্বারা
(গ) প্ল্যাস্টিক দ্বারা
(ঘ) উপরের কোনোটিন নয়
উত্তরঃ (ক) হেপারিন দ্বারা
প্রশ্নঃ রাজা মানসিংহ কার সেনাপতি ছিলেন? -
(ক) হুমায়ুন
(খ) শেরশাহ
(গ) জাহাঙ্গীর
(ঘ) আকবর
উত্তরঃ (ঘ) আকবর
প্রশ্নঃ নাকিস প্রশস্তি কে প্রচার করেছিলেন? -
(ক) ধর্মপাল
(খ) হর্ষবর্ধন
(গ) সমুদ্রগুপ্ত
(ঘ) গৌতমী পুত্র সাতকর্ণী
উত্তরঃ (ঘ) গৌতমী পুত্র সাতকর্ণী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ