বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ বুধের সূর্যের চারপাশে পরিক্রমণ করতে সময় লাগে কত দিন? -
(ক) ৬৭ দিন
(খ) ৮৮ দিন
(গ) ৯০ দিন
(ঘ) ১২০ দিন
উত্তরঃ (খ) ৮৮ দিন
প্রশ্নঃ আর্যরা প্রথম ভারতের কোথায় বসতি স্থাপন করেছিল? -
(ক) লাহোর
(খ) কাংড়া
(গ) মুলতান
(ঘ) আলমগিরপুর
উত্তরঃ (গ) মুলতান
প্রশ্নঃ চিংড়ির রক্ত রঞ্জক কি? -
(ক) মায়োগ্লোবিন
(খ) হিমোত্ররিথ্রিন
(গ) হিমোসায়ানিন
(ঘ) হিমোগ্লোবিন
উত্তরঃ (গ) হিমোসায়ানিন
প্রশ্নঃ ভারতের পাসপোর্টের মলাট কি রংয়ের হয়?
(ক) নীল
(খ) সাদা
(গ) সবুজ
(ঘ) কালো
উত্তরঃ (ক) নীল
প্রশ্নঃ ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? -
(ক) হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) চন্দ্রশেখর দেব
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (ক) হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও
প্রশ্নঃ ব্ল্যাকফুট ডিজিজের কারণ হলো -
(ক) বায়ু দূষণ
(খ) লেড দূষণ
(গ) ফ্লোরাইড দূষণ
(ঘ) আর্সেনিক দূষণ
উত্তরঃ (ঘ) আর্সেনিক দূষণ
প্রশ্নঃ "বিষের বাঁশি" কার রচনা? -
(ক) নজরুল ইসলাম
(খ) মোহিতলাল মজুমদার
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) মাইকেল মধুসুধন দত্ত
উত্তরঃ (ঘ) আর্সেনিক দূষণ
প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) আসাম
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ঘ) কর্ণাটক
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ