LightBlog
বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 8
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 8

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 8



প্রশ্নঃ নীচের কোন্‌ শহরটি নিরব শহর নামে পরিচিত? -

(ক) প্যারিস

(খ) ওয়াশিংটন

(গ) লন্ডন

(ঘ) রোম

উত্তরঃ (ঘ) রোম


প্রশ্নঃ আব্রাহাম লিংকন কোন্‌ দেশে প্রেসিডেন্ট ছিলেন? -

(ক) আর্জেন্টিনা

(খ) ব্রাজিল

(গ) জাপানের

(ঘ) আমেরিকার

উত্তরঃ (ঘ) আমেরিকার


প্রশ্নঃ ফুলের পুংজনন অংশকে কি বলে? -

(ক) গর্ভপত্র

(খ) পাপড়ি

(গ) পুংকেশর

(ঘ) বৃত্যাংশ

উত্তরঃ (গ) পুংকেশর


প্রশ্নঃ আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমির নাম কি? -

(ক) থর

(খ) তিব্বত

(গ) কালাহারি

(ঘ) সাহারা

উত্তরঃ (গ) কালাহারি


প্রশ্নঃ সুর বংশের প্রতিষ্ঠাতা কে? -

(ক) শেরশাহ সুরি

(খ) আদিল শাহ সুরি

(গ) হর্ষবর্ধন

(ঘ) উপরের কেউই নন

উত্তরঃ (ক) শেরশাহ সুরি


প্রশ্নঃ ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না? -

(ক) ইনসুলিন

(খ) এপিনেফ্রিন

(গ) গ্লুকোজ

(ঘ) শর্করা

উত্তরঃ (ক) ইনসুলিন


প্রশ্নঃ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? -

(ক) কলকাতা

(খ) খরগোপুর

(গ) আসানসোল

(ঘ) মালদাহ

উত্তরঃ (ক) কলকাতা


প্রশ্নঃ ভিক্টোরিয়া জলপ্রপাত কোন্‌ দেশে অবস্থিত? -

(ক) রাশিয়া

(খ) সুইডেন

(গ) দক্ষিণ আফ্রিকা

(ঘ) ভেনেজুয়েলা

উত্তরঃ (গ) দক্ষিণ আফ্রিকা


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close