বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 1

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1



প্রশ্নঃ মৃণালিনী উপন্যাসের লেখক কে -

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


প্রশ্নঃ হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? -

(ক) রাজা রামমোহন রায়

(খ) চিত্তরঞ্জন দাশ

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) নবগোপাল মিত্র

উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র


প্রশ্নঃ আশোক চক্রে "সত্যমেব জয়তে" কোন্‌ ভাষায় লেখা -

(ক) ফার্সি

(খ) সংস্কৃত

(গ) ইংরেজি

(ঘ) হিন্দি

উত্তরঃ (খ) সংস্কৃত


প্রশ্নঃ ১ ডিগ্রী দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য কত? -

(ক) ৪ মিনিট

(খ) ৫ মিনিট

(গ) ৬ মিনিট

(ঘ) ৭ মিনিট

উত্তরঃ (ক) ৪ মিনিট


প্রশ্নঃ কুকা আন্দোলন কোন্‌ রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ? -

(ক) মহারাষ্ট্র

(খ) উড়িষ্যা

(গ) পাঞ্জাব

(ঘ) বিহার

উত্তরঃ (গ) পাঞ্জাব


প্রশ্নঃ থ্রী ল্যাঙ্গুয়েজ ফরমুলা কত সালে চালু হয়? -

(ক) ১৯৬৫ সালে

(খ) ১৯৬৮ সালে

(গ) ১৯৭১ সালে

(ঘ) ১৯৭৪ সালে

উত্তরঃ (খ) ১৯৬৮ সালে


প্রশ্নঃ চুনিলাল চরিত্রটি কার সৃষ্টি? -

(ক) সুকুমার রায়

(খ) চুনী গোস্বামী

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? -

(ক) সাংপো

(খ) দিহং

(গ) পদ্মা

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) সাংপো


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close