বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? -
(ক) ২৫শে জুন
(খ) ২৪শে ফেব্রুয়ারি
(গ) ২৩শে মার্চ
(ঘ) ২২শে মার্চ
উত্তরঃ (ঘ) ২২শে মার্চ
প্রশ্নঃ রাজা রামমোহন রায় কোন্ সংবাদ সাপ্তাহিকের সঙ্গে যুক্ত ছিলেন? -
(ক) রাষ্ট্রদূত
(খ) দেবদূত
(গ) মেঘদূত
(ঘ) সংবাদ কৌমুদি
উত্তরঃ (ঘ) সংবাদ কৌমুদি
প্রশ্নঃ লাইট ইয়ার কিসের ইউনিট -
(ক) কম্পাঙ্ক
(খ) দূরত্ব
(গ) সমুদ্রের গভীরতা
(ঘ) রোধ
উত্তরঃ (খ) দূরত্ব
প্রশ্নঃ জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলে -
(ক) নীল বিপ্লব
(খ) হলুদ বিপ্লব
(গ) লাল বিপ্লব
(ঘ) সবুজ বিপ্লব
উত্তরঃ (ক) নীল বিপ্লব
প্রশ্নঃ "ডন সোসাইটি" প্রতিষ্ঠা করেন -
(ক) মদন মোহন মালব্য
(খ) দাদাভাই নৌরজি
(গ) গোপালকৃষ্ণ গোখলে
(ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তরঃ (ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
প্রশ্নঃ হপম্যান কাপ কোন্ খেলার সঙ্গে সম্পর্কিত? -
(ক) টেনিস
(খ) ফুটবল
(গ) ব্যাডমিন্টন
(ঘ) ক্রিকেট
উত্তরঃ (গ) ব্যাডমিন্টন
প্রশ্নঃ ভাত ছোট গল্পটি কে লিখেছেন? -
(ক) স্বর্ণকুমারী দেবী
(খ) সৈয়দ মুস্তাফা সিরাজ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মহাশ্বেতা দেবী
উত্তরঃ (ঘ) মহাশ্বেতা দেবী
প্রশ্নঃ ভূপৃষ্ঠে কোন্ ধাতুর পরিমাণ সবথেকে বেশি? -
(ক) তামা ও দস্তা
(খ) অ্যালুমিনিয়াম
(গ) নিকেল
(ঘ) লোহা
উত্তরঃ (খ) অ্যালুমিনিয়াম
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ