বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ ভারতের ২৯তম রাজ্য কোন্টি? -
(ক) মনিপুর
(খ) তেলেঙ্গানা
(গ) ঝাড়খন্ড
(ঘ) মেঘালয়
উত্তরঃ (খ) তেলেঙ্গানা
প্রশ্নঃ চিপকো আন্দোলনের দ্বারা কি প্রতিরোধ সূচিত হয়েছে? -
(ক) বৃক্ষরোপণ
(খ) বৃক্ষছেদন
(গ) কৃষি প্রযুক্তি রক্ষা
(ঘ) নদী বাঁধ নির্মাণ
উত্তরঃ (খ) বৃক্ষছেদন
প্রশ্নঃ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোন্টি? -
(ক) কাকড়া পাড়া
(খ) কোটা
(গ) তারাপুর
(ঘ) নারুয়া
উত্তরঃ (গ) তারাপুর
প্রশ্নঃ আমজাদ আলি খাঁ কোন্ বাদ্যযন্ত্রের বাদক? -
(ক) তবলা
(খ) সেতার
(গ) সরোদ
(ঘ) বাঁশি
উত্তরঃ (গ) সরোদ
প্রশ্নঃ শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর? -
(ক) ১৫তম
(খ) ২৫তম
(গ) ২৮তম
(ঘ) ৩০তম
উত্তরঃ (খ) ২৫তম
প্রশ্নঃ নীচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? -
(ক) এ ভি আলেকজান্ডার
(খ) স্যার পেথিক লরেন্স
(গ) লর্ড ওয়াভেল
(ঘ) স্যার স্টাফোর্ড ক্রিপস
উত্তরঃ (গ) লর্ড ওয়াভেল
প্রশ্নঃ আলেকজান্ডার কত সালে ভারত আক্রমন করেন? -
(ক) ৩৫৬ খ্রিস্টাব্দে
(খ) ৩৪০ খ্রিস্টাব্দে
(গ) ৩২৬ খ্রিস্টাব্দে
(ঘ) ৩২২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ৩২৬ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ সানসি উপজাতি কোথায় দেখা যায়? -
(ক) মেঘালয়
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) মিজোরাম
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (ঘ) পাঞ্জাব
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ