বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4
প্রশ্নঃ বিশ্বকর্মা কার ছদ্ম নাম? -
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) সুধীন্দ্রনাথ দত্ত
(গ) রামপাল
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (খ) সুধীন্দ্রনাথ দত্ত
প্রশ্নঃ বংশগতির একক কি? -
(ক) নেফ্রন
(খ) জিন
(গ) জনন কোশ
(ঘ) জাইগোট
উত্তরঃ (খ) জিন
প্রশ্নঃ নীচের কোন্ উপাদানটি সজীব? -
(ক) জাইলেম তন্তু
(খ) জাইলেম প্যারেনকাইমা
(গ) ট্রাকিড
(ঘ) ট্রাকিয়া
উত্তরঃ (ঘ) ট্রাকিয়া
প্রশ্নঃ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহণ করে? -
(ক) রেনাল শিরা
(খ) পোর্টাল শিরা
(গ) ফুসফুসীয় ধমনী
(ঘ) ফুসফুসীয় শিরা
উত্তরঃ (ঘ) ফুসফুসীয় শিরা
প্রশ্নঃ ভারতের জাতীয় কংগ্রেসের ১৯৪৬ সালের অধিবেশনে কে সভাপতিত্ব করেন? -
(ক) মৌলানা আবুল কালাম আজাদ
(খ) মোতিলাল নেহরু
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) জে বি কৃপালিনী
উত্তরঃ (ঘ) জে বি কৃপালিনী
প্রশ্নঃ ওয়াহাবি অন্দোলনের অপর নাম কি? -
(ক) জুলাই বিদ্রোহ
(খ) সাওতাল বিদ্রোহ
(গ) বারাসাত বিদ্রোহ
(ঘ) দাক্ষিণাত্য বিদ্রোহ
উত্তরঃ (গ) বারাসাত বিদ্রোহ
প্রশ্নঃ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয়? -
(ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী কে ছিলেন? -
(ক) মইনুদ্দিন খাঁ
(খ) আলমগীর
(গ) বেবাদল খাঁ
(ঘ) ওস্তাদ ঈশা খাঁ
উত্তরঃ (গ) বেবাদল খাঁ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ