বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 3
প্রশ্নঃ ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? -
(ক) ১৯৮৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৮৪ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ সফট ড্রিঙ্কে কোন্ গ্যাস মেশানো থাকে? -
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) কার্বন-ডাই-অক্সাইড
উত্তরঃ (ঘ) কার্বন-ডাই-অক্সাইড
প্রশ্নঃ নীচের কোন্টি একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? -
(ক) গ্লুটোনিন
(খ) অ্যালবুমিন
(গ) লিউসিন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) অ্যালবুমিন
প্রশ্নঃ ভারতের মশলার বাগান কাকে বলা হয়? -
(ক) আসাম
(খ) কেরালা
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (খ) কেরালা
প্রশ্নঃ বাংলা বিভাজনের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় -
(ক) ১৯০৫ সালে ১৯শে জুলাই
(খ) ১৯০৫ সালে ১৬ই অক্টোবর
(গ) ১৯০৫ সালে ১১ই ডিসেম্বর
(ঘ) ১৯০৫ সালে ১৯শে জুলাই
উত্তরঃ (খ) ১৯০৫ সালে ১৬ই অক্টোবর
প্রশ্নঃ লক্ষণ সেনের আমলে কোন্ মুসলমান আক্রমনকারী বাংলা জয় করেছিল? -
(ক) কুতুবউদ্দিন আইবেক
(খ) ইলতুৎমিস
(গ) বখতিয়ার খলজি
(ঘ) মহম্মদ ঘোড়ী
উত্তরঃ (গ) বখতিয়ার খলজি
প্রশ্নঃ চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? -
(ক) হংকং
(খ) বেজিং
(গ) সাংহাই
(ঘ) নানকিং
উত্তরঃ (গ) সাংহাই
প্রশ্নঃ কোন্ অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? -
(ক) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(খ) ফেনি অভিযান
(গ) কার্পোল অভিযান
(ঘ) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
উত্তরঃ (ঘ) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ