বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 5
প্রশ্নঃ অলিম্পিক লেখা প্রথম কবে চালু হয়? -
(ক) খ্রীঃ পূর্ব ৭৭৬
(খ) খ্রীঃ পূর্ব ৭৭০
(গ) খ্রীঃ পূর্ব ৭৩০
(ঘ) খ্রীঃ পূর্ব ৭২৫
উত্তরঃ (ক) খ্রীঃ পূর্ব ৭৭৬
প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন্ উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? -
(ক) চার অধ্যায়
(খ) চতুরঙ্গ
(গ) ঘরে বাইরে
(ঘ) চোখের বালি
উত্তরঃ (গ) ঘরে বাইরে
প্রশ্নঃ ভারতের নীলনদ বলা হয় কোন্ নদীকে? -
(ক) ব্রহ্মপুত্র
(খ) গোদাবরী
(গ) সিন্ধু
(ঘ) গঙ্গা
উত্তরঃ (গ) সিন্ধু
প্রশ্নঃ আইনগত বিষয়ে রাজ্য সরকারের কে পরামর্শ দেন -
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) রাজ্যপাল
(ঘ) উপরের কেউই নন
উত্তরঃ (গ) রাজ্যপাল
প্রশ্নঃ জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে? -
(ক) রাজ্যপাল
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) মহাসচিব
উত্তরঃ (ঘ) মহাসচিব
প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সামরিক পুরষ্কার কোন্টি? -
(ক) জ্ঞানপীঠ
(খ) ভারতরত্ন
(গ) পরমবীর চক্র
(ঘ) পদ্মভূষণ
উত্তরঃ (গ) পরমবীর চক্র
প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হল -
(ক) এভারেস্ট
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) গডুইন অস্টিন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) গডুইন অস্টিন
প্রশ্নঃ এক্স-রশ্মির আবিষ্কর্তা কে? -
(ক) ল্যাভয়সিয়ে
(খ) ফ্যারাডে
(গ) রন্ট জেন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) রন্ট জেন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ