বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 6
প্রশ্নঃ "দুনিয়ার মজদুর এক হও" - উক্তিটি কার? -
(ক) রুশো
(খ) সুভাষচন্দ্র বোস
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) কার্লমার্কস
উত্তরঃ (ঘ) কার্লমার্কস
প্রশ্নঃ বাটারফ্লাই কথাটি কোন্ খেলার সঙ্গে যুক্ত? -
(ক) সাঁতার
(খ) দাবা
(গ) টেনিস
(ঘ) ক্রিকেট
উত্তরঃ (ক) সাঁতার
প্রশ্নঃ মেঘালয়ে নীচের কোন্ জাতীয় উদ্যানটি অবস্থিত? -
(ক) সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান
(খ) নকরেট জাতীয় উদ্যান
(গ) সাতপুরা জাতীয় উদ্যান
(ঘ) পেরিয়ার জাতীয় উদ্যান
উত্তরঃ (খ) নকরেট জাতীয় উদ্যান
প্রশ্নঃ কে ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেন? -
(ক) ভাস্কো দা গামা
(খ) কলম্বাস
(গ) ম্যাগেলান
(ঘ) বার্থেলিমিউদিয়াজ
উত্তরঃ (ক) ভাস্কো দা গামা
প্রশ্নঃ গান্ধিজী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন -
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯১৫ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ উপন্যাসে প্রথম স্বদেশীকতার পরিচয় পাওয়া যায়? -
(ক) রাজশ্রী
(খ) ঘরে বাইরে
(গ) চোখের বালি
(ঘ) গোরা
উত্তরঃ (খ) ঘরে বাইরে
প্রশ্নঃ কোন্ অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়? -
(ক) পাকস্থলী
(খ) ত্বক
(গ) বৃক্ক
(ঘ) ফুসফুস
উত্তরঃ (গ) বৃক্ক
প্রশ্নঃ ভারতীয় রেল কোন্ তালিকার অন্তর্ভুক্ত? -
(ক) বিশেষ তালিকায়
(খ) রাজ্য তালিকায়
(গ) কেন্দ্রীয় তালিকায়
(ঘ) যৌথ তালিকায়
উত্তরঃ (গ) কেন্দ্রীয় তালিকায়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ