বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 7
প্রশ্নঃ কোন্ ধাতু উলফ্রাম নামেও পরিচিত? -
(ক) টাংস্টেন
(খ) রুপো
(গ) তামা
(ঘ) নাইক্রম
উত্তরঃ (ক) টাংস্টেন
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন্ অংশ থেকে তার বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? -
(ক) ঐতেরেয় ব্রাহ্মণ
(খ) পরাশর সংহিতা
(গ) শতপথ সংহিতা
(ঘ) তত্ত্বীয় সংহিতা
উত্তরঃ (খ) পরাশর সংহিতা
প্রশ্নঃ "নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর" - উক্তিটি কার? -
(ক) লাল বাহাদুর শাস্ত্রী
(খ) অরবিন্দ ঘোষ
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ টোডরমল কে ছিলেন? -
(ক) আকবরের প্রধানমন্ত্রী
(খ) আইনমন্ত্রী
(গ) রাজস্বমন্ত্রী
(ঘ) অর্থমন্ত্রী
উত্তরঃ (গ) রাজস্বমন্ত্রী
প্রশ্নঃ "হিগস বোসন" হল একপ্রকার -
(ক) গ্রহ
(খ) ঔষধের শ্রেণীগত নাম
(গ) একটি মৌল কণা
(ঘ) সিনেমার নাম
উত্তরঃ (গ) একটি মৌল কণা
প্রশ্নঃ সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? -
(ক) প্লীহা
(খ) বৃক্ক
(গ) প্যারোটিড গ্রন্থি
(ঘ) যকৃৎ
উত্তরঃ (ক) প্লীহা
প্রশ্নঃ ভারতের বিখ্যাত মহানগরী কোন্টি? -
(ক) চেন্নাই
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) কলকাতা
উত্তরঃ (গ) মুম্বাই
প্রশ্নঃ "Indian Economy" কার লেখা? -
(ক) জহরলাল নেহেরু
(খ) মহাদেব গোবিন্দ রানাডে
(গ) গান্ধীজি
(ঘ) দাদাভাই নৌরজি
উত্তরঃ (ঘ) দাদাভাই নৌরজি
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ