বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 8
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 8

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 8



প্রশ্নঃ গম্ভীরা কোন্‌ রাজ্যের লোকনৃত্য? -

(ক) মহারাষ্ট্র

(খ) আসাম

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) মিজোরাম

উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ


প্রশ্নঃ "আল হিলাল" - বইটির কার লেখা? -

(ক) মহম্মদ ইকবাল

(খ) খান আব্দুল গফফর খান

(গ) মৌলানা আজাদ

(ঘ) গান্ধীজি

উত্তরঃ (গ) মৌলানা আজাদ


প্রশ্নঃ বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? -

(ক) বিহারে

(খ) ঝাড়খন্ডে

(গ) উড়িষ্যায়

(ঘ) মহারাষ্ট্র

উত্তরঃ (খ) ঝাড়খন্ডে


প্রশ্নঃ ষোড়শ মহাজনপদগুলির মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি? -

(ক) মগধ

(খ) অস্মক

(গ) পাঞ্চাল

(ঘ) অঙ্গ

উত্তরঃ (খ) অস্মক


প্রশ্নঃ ত্বকের রং কিসের উপর নির্ভর করে? -

(ক) কাইনিন 

(খ) মেলানিন

(গ) মনোসাইট

(ঘ) লিম্ফোসাইট

উত্তরঃ (খ) মেলানিন


প্রশ্নঃ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? -

(ক) ১ সেকেন্ড

(খ) ১.৩ সেকেন্ড

(গ) ২.১ সেকেন্ড

(ঘ) ২.৫ সেকেন্ডে

উত্তরঃ (খ) ১.৩ সেকেন্ড


প্রশ্নঃ কোন্‌ কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ -

(ক) মুদ্রণ ও প্রকাশোনা

(খ) ব্যবসা বাণিজ্য

(গ) তথ্য সংরক্ষণ

(ঘ) ব্যাংক বীমা

উত্তরঃ (গ) তথ্য সংরক্ষণ


প্রশ্নঃ মানবদেহের ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? -

(ক) ল্যান্ডস্টেইনার

(খ) এ সিমিলার

(গ) ফ্রান্সিস বেকন

(ঘ) মেন্ডেল

উত্তরঃ (ক) ল্যান্ডস্টেইনার


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close