বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1
প্রশ্নঃ কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন?
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড কর্ণওয়ালিশ
(ঘ) ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ (গ) লর্ড কর্ণওয়ালিশ
প্রশ্নঃ ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার উৎস -
(ক) আমেরিকা
(খ) রাশিয়া
(গ) ব্রিটেন
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (খ) রাশিয়া
প্রশ্নঃ ক্যাবিনেট মিশন কোন্ সালে ভারতে আসে -
(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ টোকিও অলিম্পিকে সোনার পদক বিজেতা নীরাজ চোপড়া (Neeraj Chopra) কোন্ রাজ্যের বাসিন্দা? -
(ক) মনিপুর
(খ) মধ্যপ্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (গ) হরিয়ানা
প্রশ্নঃ নীচের কোন্ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? -
(ক) পরিবহণ
(খ) বিকিরণ
(গ) পরিচলন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) বিকিরণ
প্রশ্নঃ ভারতের নামসর্বস্ব শাসক কে? -
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) রাজ্যপাল
(ঘ) উপরাষ্ট্রপতি
উত্তরঃ (খ) রাষ্ট্রপতি
প্রশ্নঃ দি ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেনডেন্স বইটি কে লিখেছেন? -
(ক) কেশবচন্দ্র সেন
(খ) জে বি কৃপালিনী
(গ) বিনায়ক দামোদর সাভারকর
(ঘ) বল্লভভাই প্যাটেল
উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকর
প্রশ্নঃ লোকসভার স্পিকার -
(ক) দুটি ভোট দিতে পারেন একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে
(খ) কোনো ভোট দিতে পারেন না
(গ) লোকসভার অন্য যে কোনো সদস্যসের মতো ভোট দেন
(ঘ) দুই বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন
উত্তরঃ (ঘ) দুই বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ