Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ সম্প্রতি, Guido Bellido কোন্ দেশে প্রধান মন্ত্রী হলেন? -
(ক) পর্তুগাল
(খ) ইসরায়েল
(গ) পেরু
(ঘ) আমেরিকা
উত্তরঃ (গ) পেরু
প্রশ্নঃ সম্প্রতি, আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্ক খারাপের পরিস্থিতিতে কোন্ দেশকে প্রথম বার হাতিয়ার বিক্রি করার জন্য মঞ্জুরী দিলেন? -
(ক) দক্ষিণ সুদান
(খ) তাইওয়ান
(গ) পাকিস্থান
(ঘ) আফগানিস্তান
উত্তরঃ (খ) তাইওয়ান
প্রশ্নঃ সম্প্রতি, রকেট হামলার প্রতিবাদে ইসরায়েল কোন্ দেশের উপর হাওয়ায় হামলা শুরু করল? -
(ক) ইরাক
(খ) জার্মানী
(গ) সিরিয়া
(ঘ) লেবনান
উত্তরঃ (ঘ) লেবনান
প্রশ্নঃ রাজীব গান্ধী খেল রত্ন অ্যায়ার্ড এখন কোন্ নামে দেওয়া হবে? -
(ক) মেজর ধ্যানচাঁদ
(খ) রূপ সিংহ
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) মহাত্মা গান্ধী
উত্তরঃ (ক) মেজর ধ্যানচাঁদ
প্রশ্নঃ "Napatha Jhakri Hydro Power Station" এক মাসে সবথেকে বেশি বিদ্যুৎ তৈরি করার রেকর্ড করল, এই পাওয়ার স্টেশন কোন্ নদীতে অবস্থিত? -
(ক) কাবেরী নদী
(খ) চিনাব নদী
(গ) সতলুজ নদী
(ঘ) ব্রহ্মপুত্র নদী
উত্তরঃ (গ) সতলুজ নদী
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ