বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 2
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / gk in bengali / Part 2

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2



প্রশ্নঃ ভারতবর্ষে সর্বশেষ জনগণনা হয়েছিল -

(ক) ১৯৯১ সালে

(খ) ২০০১ সালে

(গ) ২০১১ সালে

(ঘ) ১৯৮১ সালে

উত্তরঃ (গ) ২০১১ সালে


প্রশ্নঃ ভারত ও চীনের মধ্যে কোন্‌ সালে যুদ্ধ হয়? -

(ক) ১৯৬০ সালে

(খ) ১৯৬১ সালে

(গ) ১৯৬২ সালে

(ঘ) ১৯৬৫ সালে

উত্তরঃ (গ) ১৯৬২ সালে


প্রশ্নঃ ম্যাগমা কি? -

(ক) একপ্রকার চুনাপাথর

(খ) ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজ পদার্থ

(গ) ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ


প্রশ্নঃ রবি কুমার আহিয়া কোন্‌ খেলার সঙ্গে যুক্ত? -

(ক) ক্রিকেট

(খ) ফুটবল

(খ) কুস্তি

(ঘ) হকি

উত্তরঃ (খ) কুস্তি


প্রশ্নঃ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কোন্‌ দেশের নাগরিক ছিলেন? -

(ক) ইতালি

(খ) ব্রিটেন

(গ) জার্মানি

(ঘ) ফ্রান্স

উত্তরঃ (খ) ব্রিটেন


প্রশ্নঃ "নিশীথ সূর্যের দেশ" নামে পরিচিত -

(ক) দক্ষিণ কোরিয়া

(খ) নরওয়ে

(গ) জাপান

(ঘ) বাংলাদেশ

উত্তরঃ (খ) নরওয়ে


প্রশ্নঃ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী, সীমারেখা -

(ক) র‍্যাডক্লিফ লাইন

(খ) মার্টিমার লাইন

(গ) রোভার্স লাইন

(ঘ) ডুরাল্ড লাইন

উত্তরঃ (ঘ) ডুরাল্ড লাইন


প্রশ্নঃ কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠিত হয়? -

(ক) প্রতি বছর

(খ) ২ বছর অন্তর

(গ) ৪ বছর অন্তর

(ঘ) ৫ বছর অন্তর

উত্তরঃ (ঘ) ৫ বছর অন্তর


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close