বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 30-08-2021 / gk in bengali / Part 2
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 30-08-2021 / gk in bengali / Part 2

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2



প্রশ্ন : যে প্রক্রিয়ায় পেয়ে থেকে ভেজিটেবল কি প্রস্তুত করা হয় তাকে কি বলে? -

(ক) হাইড্রোজিনেশন

(খ) হ্যালোজিনেশন

(গ) হ্যালোফরম

(ঘ) আয়োডোফরম

উত্তর : (ক) হাইড্রোজিনেশন


প্রশ্ন : ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? -

(ক) জিব্রাল্টার উপসাগর

(খ) পক প্রণালী

(গ) মান্নার উপসাগর

(ঘ) চীন উপসাগর

উত্তর : (গ) মান্নার উপসাগর


প্রশ্ন : করোনাভাইরাস মানুষের শরীরের কোন তন্ত্র কে প্রভাবিত করে? -

(ক) শ্বসনতন্ত্র

(খ) পেশী তন্ত্র

(গ) প্রজনন তন্ত্র

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর : (ক) শ্বসনতন্ত্র


প্রশ্ন : মালনাদ কথাটির অর্থ কি? -

(ক) মৃতের দেশ

(খ) বালুকাময় এলাকা

(গ) পাহাড়ি দেশ

(ঘ) নদী তীরবর্তী এলাকা

উত্তর : (গ) পাহাড়ি দেশ


প্রশ্ন : ভারতের একমাত্র কোন রাজ্যে কেশর তৈরি করা হয় -

(ক) মেঘালয়

(খ) জম্মু ও কাশ্মীর

(গ) হিমাচল প্রদেশ

(ঘ) অসম

উত্তর : (খ) জম্মু ও কাশ্মীর


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close