LightBlog
Class 9 Model Activity Task 2021 Geography Part 6 PDF Download
Type Here to Get Search Results !

Class 9 Model Activity Task 2021 Geography Part 6 PDF Download

Model Activity Task 2021 Geography Part 6 Class 9


     Hello, বন্ধুরা তোমাদের এই KDPublisher ওয়েবসাইটে স্বাগত। বন্ধুরা বর্তমান এই করোনা পরিস্থিতে তোমাদের নিজের বাড়িই এখন স্কুল। তো এর পরিপেক্ষিতে ২০২১ সালে নতুন যে Model Activity Task Part 6 (September) দিয়েছে তার নবম শ্রেণির বাংলা বিষয়ের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সঠিক ও নির্ভুল উত্তর এখানে করে দেওয়া হয়েছে।

     model activity task class 9 geography part 6. model activity task class 9 geography part 6. model activity task class 9 geography part 6 answer. model activity task class 9 geography part 6. model activity task class 9 geography part 6. model activity task class 9 geography part 6. model activity task class 9 2021 geography part 6. model activity task class 9 part 6.

      আশাকরি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর Class 9 Model Activity Task Geography Part 6 -এর উত্তর তৈরি করতে খুব সাহায্য করবে। তবে তোমরা আগে নিজে থেকে এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে। আর পরে যদি কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হয় তাহলে আমাদের এই Website -এ ভিজিট করে সেই প্রশ্নের উত্তর খুব সহজেই দেখেনিতে পারো।

     model activity task class 9 geography part 6. model activity task class 9 geography part 6. model activity task class 9 geography part 6. model activity task class 9 pdf all subject. model activity task - class 9 pdf download. model activity task class 9 physical science part 6. model activity task class 9 bengali. model activity task class 9 history.

      তো নীচে Model Activity Task Part 6 Geography Class 9 -এর সঠিক ও নির্ভুল উত্তর দেওয়া আছে। তোমরা এখান থেকে উত্তরগুলি মিলিয়ে অথবা লিখেনিতে পারো। 


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণি

ভূগোল ও পরিবেশ


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঃ


১.১ অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো -

(ক) সর্বোচ্চ অক্ষরেখার মান ০ ডিগ্রী

(খ) প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত

(গ) অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল

(ঘ) প্রতিটি অক্ষরেখার পরিধি সমান

উত্তরঃ (গ) অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল


১.২ বিদার অগ্ন্যুদ্গমের মাধ্যমে সৃষ্টি ভূমিরূপ হলো -

(ক) স্তুপ পর্বত

(খ) লাভা মালভূমি

(গ) পর্বতবেষ্টিত মালভূমি

(ঘ) আগ্নেয়গিরি

উত্তরঃ (ঘ) আগ্নেয়গিরি


১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো -

(ক) দামোদর নদী - পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল

(খ) কালিম্পং জেলা - সমুদ্র থেকে দূরবর্তী স্থান

(গ) পডজল মৃত্তিকা - পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল

(ঘ) অ্যালপাইন উদ্ভিদ - সুন্দরবন অঞ্চল

 উত্তরঃ (খ) কালিম্পং জেলা - সমুদ্র থেকে দূরবর্তী স্থান


২. শূন্যস্থান পূরণ করো ঃ


২.১ দ্রাঘিমারেখাগুলি নিরক্ষরেখাকে ___________ কোণে ছেদ করেছে।

উত্তরঃ সমকোণ


২.২ আবহবিকারগ্রাস্ত শিলা চুর্ণবিচুর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ___________ বলে।

উত্তরঃ রেগোলিথ


২.৩ দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো _____________।

উত্তরঃ তিস্তা


৩. সংক্ষিপ্ত উত্তর দাও ঃ

৩.১ আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো।

উত্তরঃ আবহবিকারে প্রানীদের ভূমিকাগুলি নীচে আলোচনা করা হলো -

(ক) ইঁদুর, খরগোশ, খেকশিয়াল, প্রেইরি কুকুর, পেঁচা শিলার মধ্যে গর্ত খুঁড়ে বাসস্থান তৈরি করে।

(খ) শিল্পের প্রয়োজনে মানুষ শিলাকে চূর্ণবিচূর্ণ করে বিভিন্ন খনিজ দ্রব্য যথা বক্সাইট, ইলমেনাইট আহরণ করে।

(গ) পাহাড় কেঁটে রাস্তা, ঘড়বাড়ি নির্মান করে থাকে। 

(ঘ) প্রাণী মারা যাবার পর প্রাণীদেহে অ্যাসিডের মাধ্যমে শিলা রাসায়নিক আবহবিকার ঘটে। 

(ঙ) চাষের জন্য জমি কর্ষণ করে আবহবিকার ঘটায়।


৩.২ 'পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন।' - ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

উত্তরঃ পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে - নীচে এর প্রধান কারনগুলি আলোচনা করা হল -

(১) সভ্যতার বিকাশ ঃ মানুষের প্রধান তিনটি চাহিদা সমভূমিতে বসবাস করে সবচেয়ে সহজে মেটানো যায় বলে প্রাচীনকালের সভ্যতার বিকাশ নদী অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।

(২) কৃষি ঃ সমতল ভূমি, উর্বর মাটির সুবিধার কারণে সমভূমিতে কৃষিকাজ অত্যন্ত উন্নত।

(৩) উন্নত যোগাযোহ ব্যবস্থা ঃ সমভূমিতে সড়ক, রেল ও জলপথ ব্যবস্থার সহজে গড়ে তোলা যায়।

(৪) জনসংখ্যা ও জনবসতি ঃ জীবনধারন সমভূমিতে সহজসাধ্য। মানুষ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রসদসমভূমি থেকে সবচেয়ে সহজে ও দ্রুত সংগ্রহ করতে পারে। 

(৫) বাণিজ্য ও নগর ঃ ব্যবসা - বাণিজ্যের কেন্দ্রগুলি সমভূমিতে বেশি গড়ে উঠেছে। শহর ও নগরের সংখ্যা সমভূমিতে বেশি। তাই সমভূমিতে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক। পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতে বাস করে।


৪. পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়?

উত্তরঃ পশ্চিমবঙ্গের জলবায়ু যে যে ভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত তা নীচে আলোচনা করা হল -

(ক) ঋতু পরিবর্তনঃ  মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপরে পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে চারটি প্রদানে ঋতুতে ভাগ করা হয়েছে।

(খ) বৃষ্টিপাত ঃ পশ্চিমবঙ্গের মোট বৃষ্টির ৯০ শতাংশ ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমন কালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমন কালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বৃষ্টিহীন।

(গ) বায়ুপ্রবাহ ঃ মৌসুমী বায়ুর আগমন কালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় এবং প্রত্যাগমন কালে স্থল ভাগ থেকে দক্ষিণে সমুদ্রের দিকে বয়।

(ঘ) উষ্ণতা ঃ মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে কম হয়। আবার প্রত্যাগমন কালে আকাশ কিছুটা মেঘালয় বলে গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে।


অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক ঃ এইখানে ক্লিক করুন


Tags Line

-----------------------------


Class 9 geography model activity task part 6,


part 6 class 9 geography,


model activity task part 6,


geography class 9 part 6,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close