বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 15-08-2021 / gk in bengali / Part 1
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 15-08-2021 / gk in bengali / Part 1

 বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 1



প্রশ্নঃ সিসমোন্যাস্টি চলন দেখা যায় -

(ক) সূর্য শিশির

(খ) লজ্জাবতীর পাতায়

(গ) টিউলিপ ফুলে

(ঘ) পদ্মফুলে

উত্তরঃ (খ) লজ্জাবতীর পাতায়


প্রশ্নঃ তেলের প্রদীপের পলতের মাধ্যমে তেল উপরে ওঠার কারণ কি? -

(ক) ব্যাপন

(খ) পৃষ্ঠটান

(গ) তেল হালকা

(ঘ) তেল উদ্বায়ী

উত্তরঃ (খ) পৃষ্ঠটান


প্রশ্নঃ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? -

(ক) ১৮২৮ সালে

(খ) ১৮২৯ সালে

(গ) ১৮৩০ সালে

(ঘ) ১৮৩১ সালে

উত্তরঃ (খ) ১৮২৯ সালে


প্রশ্নঃ বোলতা বা পিঁপড়ের হুলে কোন্‌ অ্যাসিড থাকে? -

(ক) কার্বলিক অ্যাসিড

(খ) ফরমিক অ্যাসিড

(গ) টারটোরিক অ্যাসিড

(ঘ) অ্যাসিটিক অ্যাসিড

উত্তরঃ (খ) ফরমিক অ্যাসিড


প্রশ্নঃ কোন্‌ কয়লায় সবচেয়ে বেশি পরিমাণে কার্বন পাওয়া যায়? -

(ক) লিগনাইট

(খ) বিটুমিনাস

(গ) অ্যানথ্রাসাইট

(ঘ) পিট কয়লা

উত্তরঃ (গ) অ্যানথ্রাসাইট


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close